শিমুল মাহমুদ: [২] ‘গুমের শিকার’ ব্যক্তিদের বাড়িতে গিয়ে পুলিশের জেরা এবং পরিবারের সদস্যদের থানায় নিয়ে এসে জোর করে স্বাক্ষরসহ নানা হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
[৩] শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এমন অভিযোগ তুলে তার নিন্দা ও প্রতিবাদ জানান।
[৪] বিবৃতিতে বলা হয়, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নির্যাতনের শিকার পরিবারের পাশে না দাঁড়িয়ে তাদের হুমকি দেওয়া ও হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
[৫] নেতারা বলেন, ‘গুমের শিকার ব্যক্তি নিখোঁজ হয়েছে’ ‘পরিবারের পক্ষ থেকে তথ্য গোপন করা হয়েছে’; এসব বাক্য লিখে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া শুধু অন্যায় নয় এটা অপরাধ। এ কাজে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবিও জানান তারা।