লিহান লিমা: [২] উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ নিউজের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র সম্প্রতি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য নতুন নিষেধাজ্ঞা দেয়ার পরপরই দুটি রেল-বাহিত কৌশলগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। বিবিসি
[৩] প্রতিবেদনে আরো বলা হয়,‘সারা দেশে সঠিক রেল-বাহিত ক্ষেপণাস্ত্র অপারেটিং সিস্টেম স্থাপনের বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করা হয়েছে। রেল-বাহিত রেজিমেন্টের কর্ম পদ্ধতিতে দক্ষতা যাচাই ও বিচার করার জন্য পরীক্ষাগুলি অনুষ্ঠিত হয়েছিল। শুক্রবারের উৎক্ষেপণ উচ্চ কৌশল এবং আঘাতের হার প্রদর্শন করেছে।’
[৪] দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, তারা শুক্রবার বিকেলে দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে। সিউলের যৌথ বাহিনীর প্রধান বলেছেন, শুক্রবারের উৎক্ষেপণগুলো ৩৬ কিলোমিটার উচ্চতায় ৪৩০ কিলোমিটার (২৭০ মাইল) দূরত্বে উড়েছিল।
[৫] এ নিয়ে এ মাসে তৃতীয়বারের মতো অস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। গত ৫ এবং ১১ জানুয়ারি দুইটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দেশটি। যার প্রেক্ষিতে ৫ উত্তর কোরিয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। উত্তর কোরিয়া বলছে, নিষেধাজ্ঞা দিয়ে ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে এবং তার দেশের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে।