শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০৮:১৪ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সম্ভব হলে কোহলিকে নিষিদ্ধ করে দেয়া উচিত: মাইকেল ভন

স্পোর্টস ডেস্ক: [২] ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টে ডিআরএস নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ডিএন এলগারের এক রিভিউ নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছেন তিনি। ভারতের অধিনায়কের এমন আচরণের পর তাকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন মাইকেল ভন।-সমকাল

[৩] ম্যাচ চলাকালিন ইনিংসের ২১তম ওভারে ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিনের বল গিয়ে আঘাত হানে এলগারের প্যাডে। ভারতের এলবিডব্লিউর আবেদনে ইতিবাচক সাড়াও দেন আম্পায়ার মারাইস ইরাসমাস। পরে দক্ষিণ আফ্রিকার রিভিউতে বল ট্র্যাকিংয়ের সময় দেখা যায় ডেলিভারিটা চলে যেতো স্টাম্পের ওপর দিয়ে। আর বল ট্র্যাকিংয়ের এই টেকনোলজিতে সন্দেহ পোষণ করেন কোহলি।

[৪] ফক্স স্পোর্টসের ম্যাচ পরবর্তী আলোচনায় সমালোচনা করে মাইকেল ভন বলেন, ‘এটা ভারতীয়দের কাছ থেকে খুব লজ্জাজনক। সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে, অনেক সময় বিপক্ষে যাবে।

[৫] তিনি বলেন, ‘আইসিসির এই ব্যাপারে পদক্ষেপ নেয়া গুরুত্বপূর্ণ। আপনি যতই হতাশ হন না কেন এমন আচরণ গ্রহণযোগ্য নয়। আপনি অধিনায়ক হিসেবে যখন এমন আচরণ করবেন এবং আপনি যখন খেলাটির একজন নেতা, আইসিসির এই ব্যাপারে ব্যবস্থা নেয়া উচিত।’

[৬] শুধু আইসিসির হস্তক্ষেপ নয়, সাথে কোহলিকে নিষিদ্ধের দাবিও তুলেছেন এই ইংলিশ ধারাভাষ্যকার, ‘তার জরিমানা হওয়া উচিত, তাকে নিষেধাজ্ঞা দেয়া উচিত সম্ভব হলে। আপনি আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়ক হয়ে এমন আচরণ করতে পারেন না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়