রাশিদুল ইসলাম : [২] নিউ ওরিয়েন্টাল এডুকেশন কোম্পানির বিলিয়নারি প্রতিষ্ঠাতা ইউ মিনহং বলেন, গত বছর আমাদের কোম্পানিকে সরকারের নীতি পরিবর্তন, কোভিড মহামারি মোকাবেলা ও আন্তর্জাতিক সম্পর্কে হেরফেরের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সিএনএন
[৩] নিউ ওেিয়ন্টাল চীনের বৃহত্তম শিক্ষা কোম্পানি হিসেবে টিউশনি থেকে বছরে ১২০ বিলিয়ন ডলার আয় করে। কিন্তু স্কুলের শিক্ষার বাইরে টিউশনি বাতিল করে দেয় চীন সরকার।
[৪] সরকারি নিয়ন্ত্রকরা বলছেন শিক্ষার্থীদের ওপর অত্যধিক টিউশনি চাপ সৃষ্টির পাশাপাশি অভিভাবকদের ওপর অনেক বেশি আর্থিক বোঝা চাপিয়েছে, যা সামাজিক বৈষম্যকে আরও বাড়িয়ে দিয়েছে।
[৫] নিউ ওরিয়েন্টালের সার্বক্ষণিক কর্মী ৮৮ হাজার ও ১৭ হাজার শিক্ষক রয়েছে। গত বছর কোম্পানিটি খরচ করেছে ৩.১ বিলিয়ন ডলার।