শিরোনাম
◈ বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে 'নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই' ◈ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল ◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন সামরিক ঘাঁটি: শিলিগুড়ি করিডোর ঘিরে ‘নীরব শক্তি প্রদর্শন’ বলছে টিআরটি ওয়ার্ল্ড

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২২, ১২:০৬ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২২, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গল্পের ছবি ‘ছিটমহল’, জানালেন পরিচালক এইচআর হাবিব

ইমরুল শাহেদ: আগামী ১৪ ফেব্রুয়ারি এইচআর হাবিব পরিচালিত ‘ছিটমহল’ ছবিটি মুক্তি পাবে। এ মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল সিয়াম ও পূজা চেরি অভিনীত বড় বাজেটের ছবি ‘শান’। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রযোজক ছবিটির মুক্তি পিছিয়ে দিয়েছেন। কিন্তু ‘ছিটমহল’ নির্ধারিত সময়েই মুক্তি পাবে। পরিচালক জানিয়েছেন এমনিতেই ছবিটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছে। ছবিটির শুটিং হয়েছে পঞ্চগড়ের ‘মাড়েয়া’ ছিটমহলে। এই ছবিটিতে ছিটমহল মানে ছিটমহলই। এটি হলো ১৬২টি ছিটমহলের একটি।

ছবিটির আখ্যান ভাগে রয়েছে, চারিদিকে অন্য দেশ, মাঝখানে বসবাস অধিকারহীন একদল মানুষের। হঠাৎই ছিটমহল বিনিময়ের কাজ শুরু হয়। সেখানকার মানুষগুলো পড়ে সিন্ধান্তহীনতায়। পরিবারের কেউ ছুটে যেতে চায় দেশ পরিচয়ের আকাঙ্খা নিয়ে। কেউ চায় ভূমির উপর নিজেকে শক্ত করে দাঁড় করাতে। ফলে শুরু হয় বিভাজনের অন্তর্দ্বন্দ্ব। নিজের সঙ্গে বোঝাপড়ার এমন গল্প নিয়েই ছিটমহল ছবিটি নির্মিত হয়েছে। পরিচালক ইতিহাসের আলোকে একটা জীবন বাস্তবতার কাছে নিয়ে যেতে চেয়েছেন দর্শককে।

এখানে প্রশ্ন নেই, সমাধানও নেই। কিন্তু একটা সমীকরণে জটিল সিদ্ধান্তের কথা বলা হয়েছে। ছবিটির নির্মাতা এইচআর হাবিব বলেন, বিশ্বের ন্যায় দেশেও বৈশ্বিক মহামারি করোনা এবং লকডাউনের কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে। আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিক ভাবে কাজটি করেছেন। দর্শক ছবিটি গল্পের ছবি হিসেবেই নেবেন বলে মনে করি। আমি দর্শককে, জীবনের গল্প দেখার অনুরোধ করব । আশাকরি তারা নিরাশ হবেন না। এই ছবিটি প্রযোজনা করেছে ‘কমন হোম এটাচার’ এবং পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, মীরাক্কেলের সজল, ডন হক, শিমুল খান এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমূখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়