শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় ◈ শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ে হওয়ায় জমে ওঠে তীব্র ক্ষোভ শালীর স্বামীকে ডেকে খুন ◈ তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল  ◈ ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মুখিয়ে আছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির ◈ ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান ◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২২, ১২:০৬ দুপুর
আপডেট : ০৬ জানুয়ারী, ২০২২, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গল্পের ছবি ‘ছিটমহল’, জানালেন পরিচালক এইচআর হাবিব

ইমরুল শাহেদ: আগামী ১৪ ফেব্রুয়ারি এইচআর হাবিব পরিচালিত ‘ছিটমহল’ ছবিটি মুক্তি পাবে। এ মাসের প্রথম সপ্তাহে মুক্তি পাওয়ার কথা ছিল সিয়াম ও পূজা চেরি অভিনীত বড় বাজেটের ছবি ‘শান’। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রযোজক ছবিটির মুক্তি পিছিয়ে দিয়েছেন। কিন্তু ‘ছিটমহল’ নির্ধারিত সময়েই মুক্তি পাবে। পরিচালক জানিয়েছেন এমনিতেই ছবিটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়েছে। ছবিটির শুটিং হয়েছে পঞ্চগড়ের ‘মাড়েয়া’ ছিটমহলে। এই ছবিটিতে ছিটমহল মানে ছিটমহলই। এটি হলো ১৬২টি ছিটমহলের একটি।

ছবিটির আখ্যান ভাগে রয়েছে, চারিদিকে অন্য দেশ, মাঝখানে বসবাস অধিকারহীন একদল মানুষের। হঠাৎই ছিটমহল বিনিময়ের কাজ শুরু হয়। সেখানকার মানুষগুলো পড়ে সিন্ধান্তহীনতায়। পরিবারের কেউ ছুটে যেতে চায় দেশ পরিচয়ের আকাঙ্খা নিয়ে। কেউ চায় ভূমির উপর নিজেকে শক্ত করে দাঁড় করাতে। ফলে শুরু হয় বিভাজনের অন্তর্দ্বন্দ্ব। নিজের সঙ্গে বোঝাপড়ার এমন গল্প নিয়েই ছিটমহল ছবিটি নির্মিত হয়েছে। পরিচালক ইতিহাসের আলোকে একটা জীবন বাস্তবতার কাছে নিয়ে যেতে চেয়েছেন দর্শককে।

এখানে প্রশ্ন নেই, সমাধানও নেই। কিন্তু একটা সমীকরণে জটিল সিদ্ধান্তের কথা বলা হয়েছে। ছবিটির নির্মাতা এইচআর হাবিব বলেন, বিশ্বের ন্যায় দেশেও বৈশ্বিক মহামারি করোনা এবং লকডাউনের কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে। আমরা একটা সাবলীল জীবনের গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিক ভাবে কাজটি করেছেন। দর্শক ছবিটি গল্পের ছবি হিসেবেই নেবেন বলে মনে করি। আমি দর্শককে, জীবনের গল্প দেখার অনুরোধ করব । আশাকরি তারা নিরাশ হবেন না। এই ছবিটি প্রযোজনা করেছে ‘কমন হোম এটাচার’ এবং পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। ছবিটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, মীরাক্কেলের সজল, ডন হক, শিমুল খান এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমূখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়