শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২১, ০২:০০ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২১, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

ফরহাদ আমিন : [২] কক্সবাজারের টেকনাফে পূর্ব শত্রুতার জেরধরে ছুরিকাঘাতে আব্দুল নবী(৩২)নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

[৩]মঙ্গলবার রাত ১১টার দিকে হ্নীলা ইউপি লেচুয়াপ্রাং এলাকায় ব্যাডমিন্টন খেলার কোর্টে এ ছুরিকাঘাতে ঘটনা ঘটে।নিহত সেই একই এলাকার ছৈয়দ হোছন প্রকাশ গুরা মিয়ার ছেলে।

[৪] জানা যায়,মঙ্গলবার রাতে লেচুয়াপ্রাং এলাকায় ব্যাডমিন্টন খেলছিলেন আব্দুল নবী (৩২)।এসময় নুর হোছনের ছেলে আবছার উদ্দিন ও তার সহযোগী আব্দুল হকের নেতৃত্বে একটি গ্রুপ এসে আব্দুল নবীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লেদা আইএমও হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথেই সেই মারা যায়।তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] স্থানীয়রা জানান,তারা পরস্পর আত্মীয়স্বজন তাদের মধ্যে বসতভিটা ও জমিজমা নিয়ে মতবিরোধ ও মামলা চলছিল। দীর্ঘদিন ধরে একে অপরের ওপর হামলা এবং পাল্টা হামলার ঘটনা ঘটে আসছে।এরই পরিপ্রেক্ষিতে আব্দুল নবীকে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

[৬] হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন,এই ঘটনায় প্রকৃতভাবে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক। নিরীহ কোনো লোকজন যাতে হয়রানির শিকার না হয়।

[৭] টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান বলেন,তিনি বাইরে থাকায় বিস্তারিত কিছু জানাতে পারেননি।তবে তিনি খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়