শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে এবার রেকর্ড পরিমাণ সরিষা চাষ

জিল্লুর রয়েল :[২]  বগুড়ার নন্দীগ্রামে এ বছর রেকর্ড পরিমাণ সরিষার চাষাবাদ হয়েছে। ভোজ্যতেলের দাম বাজারে বেশি থাকায় অধিক লাভের আশায় উপজেলার কৃষকরা এবার বোরো ধানের চাষাবাদের আগেই ব্যাপকহারে সরিষার চাষাবাদ করেছে। হেমন্তের শেষদিকে উত্তরের হাওয়ায় ইতোমধ্যেই জেঁকে বসেছে শীত। এরই মধ্যেই মাঠেমাঠে শোভা বাড়াচ্ছে সরিষা ফুল। গ্রামের বিস্তীর্ণ মাঠে ঝিলিক দিচ্ছে সরিষা ফুলের সোনালী হাসি। ফুলগুলোতে ঘুরেঘুরে মধু সংগ্রহ করছে মৌমাছির ঝাঁক। দুচোখ জুড়ানো এমন দৃশ্য আকৃষ্ট করছে সবাইকে।

[৩] উপজেলার চাষিরা জানায়, অন্য যে কোনো চাষাবাদের চেয়ে সরিষা চাষাবাদে খরচ ও পরিশ্রম দুটোই কম। ৩ মাসেরও কম সময়ের মধ্যেই সরিষার ফলন পাওয়া যায়। আবহাওয়া অনুকূলে আছে তাই সরিষার চাষ এবার বেশি হয়েছে। এ উপজেলার মাটি সরিষা চাষাবাদের জন্য খুবই উপযোগী। চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৭৫ হেক্টর জমিতে সরিষার চাষাবাদ করা হয়েছে। কৃষকরা তাদের অধিকাংশ জমিতে উচ্চফলনশীল বারি-১৪, বারি-১৫, বারি-১৭, বিনা-৪, বিনা-৯, বিনা-১১, স্থানীয় টরে-৭ ও সম্পদ জাতের সরিষা চাষাবাদ হয়েছে।

[৪] উপজেলার হাটুয়া গ্রামের আদর্শ কৃষক ও সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত জানান, আমি এবার ৭৫ বিঘা জমিতে বারি-১৪ জাতের সরিষার চাষাবাদ করেছি। সরিষা চাষাবাদে প্রতি বিঘা জমিতে খরচ হয়, জমি চাষ ৬০০ টাকা, সরিষা বীজ ১ কেজি ১৪০ টাকা, এমওপি ২০ কেজি ৪৫০ টাকা, ডিএপি ৪০ কেজি ৮০০ টাকা, ইউরিয়া ৫০ কেজি ৮২০ টাকা, জিপসাম ২০ কেজি ১৫০ টাকা, বোরণ ১ কেজি ১৩০ টাকা, কীটনাশক (দানাদার) ১ কেজি ১৫০ টাকা, কীটনাশক (তরল) ২০০ টাকা ও কাটা-মাড়াই ৭০০ টাকা। প্রতি বিঘা জমিতে মোট সাড়ে ৩-৪ হাজার টাকা ব্যয় হয়। আবহাওয়া ভালো থাকলে বিঘা প্রতি ফলন আসবে ৮ থেকে ৯ মণ। যার বাজার মূল্য প্রায় ২০ থেকে ২৪ হাজার টাকা।

[৫] উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু জানান, নন্দীগ্রাম উপজেলার কৃষকরা এবার ব্যাপকহারে সরিষার চাষাবাদ করেছে। সরিষা চাষিদের মাঠপর্যায় পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। সম্পাদনা: শান্ত মজুমদার

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়