শিরোনাম
◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী 

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে মৃত্যুদণ্ড বিলোপের আহ্বান জানিয়েছে সাপোর্ট লাইফ ইউকে

খালিদ আহমেদ: [২] 'সাপোর্ট লাইফ ইউকে' বলেছে, বাংলাদেশে বিভিন্ন ফৌজদারি মামলায় গণহারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান একটা নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন আদেশ গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।'

[৩] বুধবার এক বিবৃতিতে এ কথা বলেছে মৃত্যুদণ্ড বিলোপের লক্ষ্যে লন্ডনভিত্তিক সংস্থা 'সাপোর্ট লাইফ ইউকে'।

[৪] করোনা মহামারিতে আদালত খোলার পর বাংলাদেশে গত ২ সপ্তাহে অন্তত অর্ধশত ফাঁসির আদেশ জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে একক মামলায় (বিডিআর মামলা) সম্ভবত বিশ্বের সর্ববৃহৎ ১৫০ জনের ফাঁসির আদেশ জারি করে বাংলাদেশের আদালত। এ ছাড়া কারাগারে ফাঁসির অপেক্ষায় আছে অন্তত ৭ শতাধিক মানুষ।'

[৫] সাপোর্ট লাইফ ইউকে চেয়ারপার্সন শামসুল আলম লিটন লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, 'সভ্য দেশে উন্নীত হওয়ার অন্যতম প্রধান শর্ত সেই দেশের আইন ও বিচার ব্যবস্থা থেকে মৃত্যুদণ্ডের মতো অমানবিক এবং সংশোধন অযোগ্য নৃশংস বিধানের অবসান।'

[৬] সমাজ বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে, অপরাধ নির্মূলের ক্ষেত্রে মৃত্যুদণ্ড কোনো কার্যকর ব্যবস্থা নয়। বরং অপরাধীর অপরাধের চেয়েও আরও নৃশংস এবং প্রকারান্তরে রাষ্ট্রকেও অপরাধী করে ফেলে। অনেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর বিচারের প্রক্রিয়া ও রায় ভুল প্রমাণিত হলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষকে আর সুবিচার দেওয়ার পথ খোলা থাকে না। তাছাড়া অপরাধী হয়ে কেউ জন্ম নেয় না। সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও বাস্তবতা ব্যক্তিকে অপরাধে জড়িত করে। সমাজ ও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তাদের দায় এড়াতে পারে না।

[৭] সাপোর্ট লাইফ ইউকে মানবিক ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি পূরণে অবিলম্বে বিচার ব্যবস্থা থেকে মৃত্যুদণ্ড বিলোপের আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়