সাজিয়া আক্তার: [২] বার্ধক্যজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা মৌসুমীর মা। পরে তাকে যুক্তরাষ্ট্রের আটলান্টা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে শাশুড়ির অসুস্থতার খবর নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওমর সানী।
ওমর সানি লিখেছেন, ‘আমার শাশুড়ি আম্মা এখন আটলান্টার ইউএসএ হসপিটালে ভর্তি। প্রচণ্ড অসুস্থ। আর মৌসুমীর রানিং যে কাজগুলো আটকে আছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। মৌসুমী এ মাসের শেষ নাগাদ চলে আসবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন।’
মৌসুমী এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ১৪ অক্টোবর একমাত্র মেয়ে ইজাকে নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন মৌসুমী।
সেখান থেকে মৌসুমী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বার্ধক্যজনিত কারণে আম্মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আল্লাহর রহমতে করোনার ভয় নেই। ডাক্তার জানিয়েছেন, তিন-চার দিন না গেলে কিছু বলা যাচ্ছে না। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
দেশে না থাকায় মৌসুমীর হাতে থাকা বেশ কিছু কাজ আটকে আছে। দীর্ঘদিন ছোট বোন ইরিনের কাছে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমীর মা। ডায়াবেটিসসহ নানা রকম অসুখে ভুগছেন তিনি।