স্পোটর্স ডেস্ক: [২] বৃষ্টির কারনে তৃতীয় দিনে মাঠে গড়ায় নি বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের একটি বলও। চতুর্থ দিনের খেলা আধা ঘণ্টা এগিয়ে সাড়ে ৯টায় শুরু হবার কথা থাকলেও মাঠ ভেজা থাকায় সেটা সম্ভব হচ্ছে না।
[৩] দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান।
[৪] সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ২ উইকেটে ১৮৮রান। আজহার আলি ৫১ (অপরাজিত), বাবর আজম ৭১ ( অপরাজিত)। ৪৯ রান খরচায় ২টি উইকেট নেন তাইজুল ইসলাম।