সিফাত বন্যা: আমি শুধু ভাবছি বাংলাদেশের শিল্পীগুলো কি পরিমাণ পাচাটা, নির্লজ্জ আর দালাল হলে ক্ষমতাধরদের পেছন পেছন ঘুরে।। নায়ক ইমনের পাচাটা দেখে মনে হচ্ছিল, মাহি ওর মা বা বোন হলেও ও আচ্ছা আচ্ছাই করতো।। আর মাহি! একজন ক্ষমতাধর যতই ক্ষমতাশীল হোকনা কেন! এত বাজে কথা বলার পরেও সেতো কাউকে কিছু জানায়নি,,তার চলচ্চিত্র সমিতি, শিল্পী সমিতি,,থানা বা ফেসবুক কোথাও সে কিছুই বলেনি তারমানে তারও ক্যারিয়ার দরকার, দরকার অর্থের। আপনি যদি নিজেকে গণিমতের মাল মনে করেন তাহলে সবাই আপনাকে তাই ই মনে করবে।। আপনি যে অঙ্গনেই কাজ করেন না কেন, নিজের দেহ এবং নিজের সম্মান ধরে রাখার দায়িত্ব অবশ্যই আপনার নিজের। বাংলাদেশটা এখনো এতটাও পঁচে যায়নি যে,,আপনি বলবেন আমি তো নিরুপায়! আমার কিছুই করার ছিল না।। তারপরও আবার সে যদি হয় সেলিব্রিটি।। একটি ফেসবুক লাইভই যথেষ্ট নিজের নিরাপত্তার ব্যবস্হা করার জন্য। আমাদের দেশের শিল্পীরা পঁচে গলে নষ্ট হয়ে গেছে।। মাহি এবং ইমনের এই কল রেকর্ড ফাঁস হওয়ার পরেও শিল্পী সমাজ চুপ করে আছে।। কারণ তাদের অনেকের অনেককিছু ফাঁস হওয়ার আছে ।। তাই তারা বলছেনা ক্ষমতাধরদের এমন অন্যায় মানিনা। শিল্পীরা স্বাধীন,,শিল্পীকে এমন অন্যায়ভাবে মানসিক ও শারীরিক অত্যাচার করা যাবে না।। তারা বলবেনা কারণ তারাও বেশিরভাগই ইমন এবং বেশিরভাগই মাহি!
এখানে কেউ ভিকটিম ব্লেমিং করছি বলতে আসবেন না, কারণ মাহি বা ইমন কেউ ভিকটিম নন, তারা ভিকটিম হিসেবে কোথাও অভিযোগ দায়ের করেননি। তাই দয়া করে জ্ঞান দিতে আসবেন না।।
ফেসবুক থেকে