মনিরুল ইসলাম: [২] বর্তমানে আলোচিত চিত্র নায়িকা মাহিয়া মাহি বলেন, ওই দিন ফোনেও আমি বিব্রত হয়েছিলাম। আজও আরেকবার দেশবাসীর সামনে বিব্রত হলাম।
[৩] ওমরাহ পালনে বর্তমানে স্বামীসহ মাহি সৌদি আরবে রয়েছেন।
[৪] মাহি বলেন, যিনি আমার সাথে বিব্রতকর কথা বলে আমাকে বিব্রত করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছেন যেনে আলহামদুলিল্লাহ। আমার সাথে যে আচরন করা হয়েছে তার বিচার আমি আল্লাহর কাছে চেয়েছিলাম।
[৫] মাহির সাথে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সামাজিক যেগাযোগ মাধ্যমে ফোনালাপ ফাঁস হওয়ার পর আজ সারাদিন এটাই ছিলো টক অব দ্য কান্ট্রি। আলোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগে।