শিরোনাম
◈ সাভার ও আশুলিয়া নিয়ে গঠিত হচ্ছে ‘সাভার সিটি কর্পোরেশন’ ◈ বিএনপি নাকি জামায়াত - কোন দ‌লের নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি? ◈ আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন, সর্বশেষ যা জানা গেল (ভিডিও) ◈ চ্যাম্পিয়নস লিগে ৬-১ গো‌লে জিত‌লো বার্সেলোনা, লো‌পে‌সের হ‌্যাট‌ট্রিক  ◈ চ‌্যা‌ম্পিয়নস লি‌গে লেভারকুসেনের জালে পিএসজির ৭‌ গোল ◈ ক্যাচ মিস আর আর সুপার ওভা‌রে বাউন্ডারী মার‌তে না পারায় হে‌রে‌ছি: মিরাজ ◈ সুপার ওভা‌রে রিশাদ হো‌সেন‌কে না দেখে অবাক হ‌লেন আকিল ◈ বিএনপির ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত, অনেককে দেয়া হলো গ্রীন সিগনাল ◈ এশিয়া কাপের ট্রফি চেয়ে পি‌সি‌বির চেয়ারম‌্যান নাকভিকে মেইল পাঠাল ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৯:৩০ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে উদ্ধার হওয়া মায়া হরিণ দু'টি শেখ মুজিব সাফারী পার্কে হস্তান্তর

আয়াছ রনি: [২] কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন বাঘখালী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে উখিয়ার ঘোনার চৌধুরী খামারের রহমত উল্লাহর বাড়ি থেকে দুইটি মায়া হরিণ উদ্ধার করা হয়েছে।

[৩] উদ্ধার হওয়া মায়া হরিণ দুটির ঠাঁই হয়েছে চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে। ৪ ডিসেম্বর বিকালে হরিণ দুটি সাফারী পার্ক কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

[৪] মা ও ছেলে হরিণ দুটিরই চিকিৎসা চলছে এবং সুস্থ রয়েছে বলে জানিয়েছেন সাফারী পার্ক ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাজহারুল ইসলাম।

[৫] বনবিভাগ সূত্রে জানা যায়, বাঘখালী রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহানের নেতৃত্বে গত ৩ ডিসেম্বর রাতে একদল বনকর্মী ও পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রামু উখিয়ার ঘোনার চৌধুরী খামারের রহমত উল্লাহর বাড়ি অভিযান চালায়। এসব মা ও শাবক দুটি মায়া হরিণ উদ্ধার করা হয়।

[৬] বনবিভাগ সূত্রে আরো জানা যায়, স্থানীয় রহমত উল্লাহ নামে এক ব্যক্তি মা হরিণসহ শাবক ধরে পাচারের উদ্দেশ্যে বাড়ীতে আটক রেখেছিল।

[৭] বাঘখালী রেঞ্জ কর্মকর্তা মো. সরওয়ার জাহান বলেন, পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে মায়া হরিণ দুটি ( মা ও শাবক) উদ্ধার করা হয়।

[৮] তিনি আরও জানান, মায়া হরিণ আটক রাখা ব্যক্তি রহমত উল্লাহকে আসামী করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।সাফারী পার্কের ভেটেরিনারি চিকিৎসক ডাঃ মোস্তাফিজুর রহমান বলেন, মা ও শাবক হরিণ দুটিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মায়া হরিণ দুটি এখন সুস্থ।

[৯] এব্যাপারে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার বলেন, বন্যপ্রাণী ও বন্যহাতি সংরক্ষণে বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছে। মায়া হরিণ হচ্ছে বনের। বনের হরিণ আটক করে তা ঘরে পালনে কারো অধিকার নেই। কোন ব্যক্তি বন্য প্রাণী ধরে পালন করা আইনগত দণ্ডনীয় অপরাধ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়