হ্যাপি আক্তার, ফরহাদ হোসেন: [২] ভোলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
[৩] নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩২থেকে ৩৫ বছরের মধ্যে। এ সময় ৩টি রাম দা, ১টি গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।
[৪] র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব রায়হান এ তথ্য নিশ্চিত করে জানান, দক্ষিণ আইচা থানার কুকরি-মুকরিতে একদল দস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এসময় র্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের পর দস্যুরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে দুই দস্যুর গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র পাওয়া যায়। তবে এ দস্যু দলটি কোন বাহিনীর, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।
[৫] দক্ষিণ আইচা থানার ওসি শাওকাত হোসেন বলেন, মরদেহ গুলোর এখনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে রাখা হয়েছে।
[৬] চর কুকরি মুরকি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাশেম জানান, ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযান চালায় র্যাব। সকালে দুটি মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নিহতরা ভোলার বাসিন্দা বলে মনে হচ্ছে না। কারণ স্থানীরা তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি। সময় টিভি