শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২১, ১১:০৩ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২১, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত, অস্ত্র উদ্ধার

হ্যাপি আক্তার, ফরহাদ হোসেন: [২] ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত হয়েছেন।  রোববার (৫ ডিসেম্বর) ভোরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

[৩] নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩২থেকে ৩৫ বছরের মধ্যে। এ সময় ৩টি রাম দা,  ১টি গুলি ও পিস্তল উদ্ধার করা হয়েছে।

[৪] র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব রায়হান এ তথ্য নিশ্চিত করে জানান, দক্ষিণ আইচা থানার কুকরি-মুকরিতে একদল দস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে গেলে দস্যুরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গুলি বিনিময়ের পর দস্যুরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে দুই দস্যুর গুলিবিদ্ধ লাশ ও অস্ত্র পাওয়া যায়। তবে এ দস্যু দলটি কোন বাহিনীর, তা প্রাথমিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।

[৫] দক্ষিণ আইচা থানার ওসি শাওকাত হোসেন বলেন, মরদেহ গুলোর এখনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে রাখা হয়েছে।

[৬] চর কুকরি মুরকি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাশেম জানান, ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে অভিযান চালায় র‌্যাব। সকালে দুটি মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নিহতরা ভোলার বাসিন্দা বলে মনে হচ্ছে না। কারণ স্থানীরা তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি।  সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়