শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০১:৩৫ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফুদ্দিন আহমেদ নান্নু: প্রথম দফায় টিকা নিয়ে মনে হয় ভুলই করেছি!

সাইফুদ্দিন আহমেদ নান্নু
নানা গুজব, অপপ্রচার, রক্ত জমাট বাঁধার খবরে যখন করোনার টিকা নেওয়াটা ছিলো ভয় আর আতঙ্কের বিষয়, তখন প্রথম দিনই আমরা স্বামী-স্ত্রীসহ পরিচিত অনেকেই টিকা নিয়েছিলাম। অন্যরা যাতে উৎসাহিত হয় সে জন্য ফেসবুকে ছবিও দিয়েছিলাম। প্রথম দিনই টিকা নিলি কেন, নিলিই যখন দুজনে একসঙ্গে কেন নিলি, বন্ধু, স্বজনদের এমন উদ্বেগ মেশানো এমন নানা প্রশ্নে জর্জরিত হয়েছি। দূর, কাছের বহুজন খোঁজ নিয়েছেন, কেমন আছি, কোনো সমস্যা, পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা। আমাদের টিকা নিয়ে নিরাপদে থাকার খবরে কম করে হলেও শদুয়েক কাছের মানুষ, পরিচিতজন, বন্ধু-স্বজন এক সপ্তাহের মধ্যেই টিকা নিয়েছিলেন। এখন তো মনে হচ্ছে প্রথম দফায়, প্রথম দিনে টিকা নিয়ে বিরাট ভুল, বিরাট একটা আহাম্মকী করে ফেলেছি, গাধা বনেছি।

বলবেন, কেন? উত্তর হচ্ছে- আমরা যারা প্রথম দফাতে, প্রথম দিন, প্রথম সপ্তাহে টিকা নিয়েছিলাম তাদের টিকা নেওয়ার বয়স প্রায় বছর হয়ে আসে। অথচ বুস্টার ডোজের খবর নেই। আমাদের টিকার বুস্টার ডোজ নেওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। জাপান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজ শুরু হয়েছে। আমাদের দেশে বুস্টার ডোজ নিয়ে কোনো কথাই নেই। বুস্টার ডোজ বলে যে একটা শব্দ আছে সবাই যেন সেটা ভুলে গেছে, নয় তো ভুলে থাকার ভাণ ধরে আছেন। অথচ করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন দরজায় কড়া নাড়ছে, প্রতিবেশী দেশ ভারতেও পৌঁছে গেছে। আর ভারতে পৌঁছা মানে আমাদের বৈঠকখানায় পৌঁছে যাওয়া। এক অর্থে আমরা যারা প্রথমে টিকা নিয়েছি তারা হয়তো এখন টিকার কার্যকারিতাহীন মানুষ হয়ে গেছি, নয়তো আর দুয়েক মাস পরে হয়ে যাবো। আমাদের বিপদ আরও আছে, আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার কোভিশিল্ড নিয়েছি, আমাদের বুস্টার ডোজও কোভিশিল্ডই হওয়ার কথা। সেই কোভিশিল্ডই তো অধরা, আলোচনাতেই নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়