শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০১:৩৫ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফুদ্দিন আহমেদ নান্নু: প্রথম দফায় টিকা নিয়ে মনে হয় ভুলই করেছি!

সাইফুদ্দিন আহমেদ নান্নু
নানা গুজব, অপপ্রচার, রক্ত জমাট বাঁধার খবরে যখন করোনার টিকা নেওয়াটা ছিলো ভয় আর আতঙ্কের বিষয়, তখন প্রথম দিনই আমরা স্বামী-স্ত্রীসহ পরিচিত অনেকেই টিকা নিয়েছিলাম। অন্যরা যাতে উৎসাহিত হয় সে জন্য ফেসবুকে ছবিও দিয়েছিলাম। প্রথম দিনই টিকা নিলি কেন, নিলিই যখন দুজনে একসঙ্গে কেন নিলি, বন্ধু, স্বজনদের এমন উদ্বেগ মেশানো এমন নানা প্রশ্নে জর্জরিত হয়েছি। দূর, কাছের বহুজন খোঁজ নিয়েছেন, কেমন আছি, কোনো সমস্যা, পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা। আমাদের টিকা নিয়ে নিরাপদে থাকার খবরে কম করে হলেও শদুয়েক কাছের মানুষ, পরিচিতজন, বন্ধু-স্বজন এক সপ্তাহের মধ্যেই টিকা নিয়েছিলেন। এখন তো মনে হচ্ছে প্রথম দফায়, প্রথম দিনে টিকা নিয়ে বিরাট ভুল, বিরাট একটা আহাম্মকী করে ফেলেছি, গাধা বনেছি।

বলবেন, কেন? উত্তর হচ্ছে- আমরা যারা প্রথম দফাতে, প্রথম দিন, প্রথম সপ্তাহে টিকা নিয়েছিলাম তাদের টিকা নেওয়ার বয়স প্রায় বছর হয়ে আসে। অথচ বুস্টার ডোজের খবর নেই। আমাদের টিকার বুস্টার ডোজ নেওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। জাপান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজ শুরু হয়েছে। আমাদের দেশে বুস্টার ডোজ নিয়ে কোনো কথাই নেই। বুস্টার ডোজ বলে যে একটা শব্দ আছে সবাই যেন সেটা ভুলে গেছে, নয় তো ভুলে থাকার ভাণ ধরে আছেন। অথচ করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন দরজায় কড়া নাড়ছে, প্রতিবেশী দেশ ভারতেও পৌঁছে গেছে। আর ভারতে পৌঁছা মানে আমাদের বৈঠকখানায় পৌঁছে যাওয়া। এক অর্থে আমরা যারা প্রথমে টিকা নিয়েছি তারা হয়তো এখন টিকার কার্যকারিতাহীন মানুষ হয়ে গেছি, নয়তো আর দুয়েক মাস পরে হয়ে যাবো। আমাদের বিপদ আরও আছে, আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার কোভিশিল্ড নিয়েছি, আমাদের বুস্টার ডোজও কোভিশিল্ডই হওয়ার কথা। সেই কোভিশিল্ডই তো অধরা, আলোচনাতেই নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়