শিরোনাম
◈ দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পাওয়া পোস্টাল ব্যালট গণনায় আসবে না ◈ জামায়াত নেতার বক্তব্যকে অপকৌশল আখ্যা, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ নাকচ বিএনপির ◈ বেতন বাড়লেও কমেনি দুর্নীতি: সিভিল সার্ভিস সংস্কারের বহু উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থতা ◈ শেখ হাসিনা যা বলেননি, কোন দুঃখও প্রকাশ করেননি! ◈ কান্না থামছে না ভাইরাল কাকলি ফার্নিচারের মালিকের, কেন দেউলিয়া হলেন? ◈ নির্বাচনে এনসিপির শীর্ষ নেতাদের প্রতিপক্ষ কারা, জিতার সম্ভাবনা কতটুকু? ◈ ঢাকার যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে নতুন আরও ৪ র‍্যাম্প (ভিডিও) ◈ এবার ভারতকে যে বড় দুঃসংবাদ দিলো ইউরোপীয় ইউনিয়ন ◈ ১২ ফেব্রুয়া‌রির নির্বাচন আওয়ামী লীগ ছাড়া কীভাবে অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক হবে? ◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২১, ০১:৩৫ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২১, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফুদ্দিন আহমেদ নান্নু: প্রথম দফায় টিকা নিয়ে মনে হয় ভুলই করেছি!

সাইফুদ্দিন আহমেদ নান্নু
নানা গুজব, অপপ্রচার, রক্ত জমাট বাঁধার খবরে যখন করোনার টিকা নেওয়াটা ছিলো ভয় আর আতঙ্কের বিষয়, তখন প্রথম দিনই আমরা স্বামী-স্ত্রীসহ পরিচিত অনেকেই টিকা নিয়েছিলাম। অন্যরা যাতে উৎসাহিত হয় সে জন্য ফেসবুকে ছবিও দিয়েছিলাম। প্রথম দিনই টিকা নিলি কেন, নিলিই যখন দুজনে একসঙ্গে কেন নিলি, বন্ধু, স্বজনদের এমন উদ্বেগ মেশানো এমন নানা প্রশ্নে জর্জরিত হয়েছি। দূর, কাছের বহুজন খোঁজ নিয়েছেন, কেমন আছি, কোনো সমস্যা, পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা। আমাদের টিকা নিয়ে নিরাপদে থাকার খবরে কম করে হলেও শদুয়েক কাছের মানুষ, পরিচিতজন, বন্ধু-স্বজন এক সপ্তাহের মধ্যেই টিকা নিয়েছিলেন। এখন তো মনে হচ্ছে প্রথম দফায়, প্রথম দিনে টিকা নিয়ে বিরাট ভুল, বিরাট একটা আহাম্মকী করে ফেলেছি, গাধা বনেছি।

বলবেন, কেন? উত্তর হচ্ছে- আমরা যারা প্রথম দফাতে, প্রথম দিন, প্রথম সপ্তাহে টিকা নিয়েছিলাম তাদের টিকা নেওয়ার বয়স প্রায় বছর হয়ে আসে। অথচ বুস্টার ডোজের খবর নেই। আমাদের টিকার বুস্টার ডোজ নেওয়ার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। জাপান, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজ শুরু হয়েছে। আমাদের দেশে বুস্টার ডোজ নিয়ে কোনো কথাই নেই। বুস্টার ডোজ বলে যে একটা শব্দ আছে সবাই যেন সেটা ভুলে গেছে, নয় তো ভুলে থাকার ভাণ ধরে আছেন। অথচ করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন দরজায় কড়া নাড়ছে, প্রতিবেশী দেশ ভারতেও পৌঁছে গেছে। আর ভারতে পৌঁছা মানে আমাদের বৈঠকখানায় পৌঁছে যাওয়া। এক অর্থে আমরা যারা প্রথমে টিকা নিয়েছি তারা হয়তো এখন টিকার কার্যকারিতাহীন মানুষ হয়ে গেছি, নয়তো আর দুয়েক মাস পরে হয়ে যাবো। আমাদের বিপদ আরও আছে, আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার কোভিশিল্ড নিয়েছি, আমাদের বুস্টার ডোজও কোভিশিল্ডই হওয়ার কথা। সেই কোভিশিল্ডই তো অধরা, আলোচনাতেই নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়