সুমাইয়া মিতু: [২] প্যারিসের আইফেল টাওয়ারে আলোকসজ্জার পাশাপাশি টুইলেরিস গার্ডেন পাড়া সেজে উঠেছে বড়দিনের সাজে। ফ্রান্সের স্ট্রাসবুর্গ বাজার তার অভিনব আলোকসজ্জার কারণে সব সময়ই দর্শকদের কাছে টানে। ডয়েচেভেলে
[৩] পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের তুলনায় করোনা টিকাদানের হার সুইজারল্যান্ডে বেশ কম হলেও বড়দিন উপলক্ষ্যে বাজার গুলো বেশ রমরমা। এদিকে পসরা সাজিয়েও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চেক প্রজাতন্ত্রে খোলেনি তাদের বড়দিনের বাজার।
[৪] লাতিন আমেরিকার বাজারগুলোতে অভিনব মিছিলেরও আয়োজন করা হয়।
[৫] জার্মানির দক্ষিণাঞ্চলের রাজ্য বাভারিয়াতে বড়দিনের বাজার বন্ধ রাখা হলেও রাজধানী বার্লিনসহ অন্য অনেক রাজ্যে জমজমাট হয়ে উঠেছে বাজার। আফ্রিকায় নতুন করোনা ভ্যারিয়েন্টের কারণে এবছর বসছে না কোনো বাজার। যুক্তরাষ্ট্রও একই সিদ্ধান্ত নিয়েছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব