শিরোনাম
◈ তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার: আশিক চৌধুরী ◈ আমেরিকানদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে যেসব দেশ ◈ দুবাইয়ে সম্পত্তির ইস্যুতে এনটিভির মুখোমুখি আসিফ মাহমুদ (ভিডিও) ◈ মানবহীন জেট ড্রোন কিজিলেলমা: সম্পূর্ণ স্বয়ংক্রিয় সমন্বিত ফ্লাইটে নতুন মাইলফলক ◈ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও) ◈ এবার দিনাজপুরে খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির আরেক নেতা ◈ বিদেশি বন্দরে নাবিকদের পালিয়ে যাওয়ার হিড়িক: হুমকির মুখে বাংলাদেশের মেরিন সেক্টর (ভিডিও) ◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক? 

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবির সহযোগী অধ্যাপক হিসেবে শবনম জাহানকে পুনর্বহালের নির্দেশ

খালিদ আহমেদ: [২] এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

[৩] শবনম জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ছিলেন। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের সময় কুয়েত মৈত্রী হলে ব্যালট পেপার নিয়ে সংঘটিত ঘটনায় ব্যর্থতার জন্য শবনম জাহানকে এক ধাপ নিচে, অর্থাৎ সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমিত করা হয়।

[৪] বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গত বছরের ২৯ জুলাইয়ের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একই বছর হাইকোর্টে রিট করেন শবনম জাহান। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। রুলের ওপর শুনানি নিয়ে আজ রায় দেওয়া হলো।

[৫] আদালতে শবনম জাহানের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সালাহ উদ্দীন দোলন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

[৬] রায়ের বিষয়টি জানিয়ে সালাহ উদ্দীন দোলন বলেন, গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শবনম জাহানকে এক ধাপ নিচে অর্থাৎ সহকারী অধ্যাপক পদে অবনমিত করার সিদ্ধান্ত দেয়। এই সিদ্ধান্ত গত বছরের ২০ জুলাই থেকে কার্যকর হবে বলা হয়। এ দুটি বিষয় হাইকোর্ট বাতিল ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়