শিরোনাম
◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও)

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবির সহযোগী অধ্যাপক হিসেবে শবনম জাহানকে পুনর্বহালের নির্দেশ

খালিদ আহমেদ: [২] এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

[৩] শবনম জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ছিলেন। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের সময় কুয়েত মৈত্রী হলে ব্যালট পেপার নিয়ে সংঘটিত ঘটনায় ব্যর্থতার জন্য শবনম জাহানকে এক ধাপ নিচে, অর্থাৎ সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমিত করা হয়।

[৪] বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গত বছরের ২৯ জুলাইয়ের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একই বছর হাইকোর্টে রিট করেন শবনম জাহান। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। রুলের ওপর শুনানি নিয়ে আজ রায় দেওয়া হলো।

[৫] আদালতে শবনম জাহানের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সালাহ উদ্দীন দোলন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

[৬] রায়ের বিষয়টি জানিয়ে সালাহ উদ্দীন দোলন বলেন, গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শবনম জাহানকে এক ধাপ নিচে অর্থাৎ সহকারী অধ্যাপক পদে অবনমিত করার সিদ্ধান্ত দেয়। এই সিদ্ধান্ত গত বছরের ২০ জুলাই থেকে কার্যকর হবে বলা হয়। এ দুটি বিষয় হাইকোর্ট বাতিল ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়