শিরোনাম
◈ শতভাগ ফিট না হলে নেইমার-ভিনিসুসদের বিশ্বকাপ খেলা হবে না  ◈ দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি: তারেক রহমান ◈ আগামী ৮ জুলাই শুরু হ‌বে লঙ্কা প্রিমিয়ার লিগ ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ–আহতদের জন্য ২,১০৬ কোটি টাকার আবাসন প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা ◈ সি‌লে‌টে নয়, ঢাকা পর্ব দি‌য়ে শুরু হচ্ছে বিপিএল ◈ মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে বাড়ানো হলো নিরাপত্তা ◈ মোদির শুভেচ্ছায় কৃতজ্ঞতা জানালো বিএনপি ◈ রাঙ্গামাটিতে কয়েক সেকেন্ডের মাঝারি ভূকম্পন অনুভূত ◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবির সহযোগী অধ্যাপক হিসেবে শবনম জাহানকে পুনর্বহালের নির্দেশ

খালিদ আহমেদ: [২] এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

[৩] শবনম জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ছিলেন। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনের সময় কুয়েত মৈত্রী হলে ব্যালট পেপার নিয়ে সংঘটিত ঘটনায় ব্যর্থতার জন্য শবনম জাহানকে এক ধাপ নিচে, অর্থাৎ সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমিত করা হয়।

[৪] বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গত বছরের ২৯ জুলাইয়ের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একই বছর হাইকোর্টে রিট করেন শবনম জাহান। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। রুলের ওপর শুনানি নিয়ে আজ রায় দেওয়া হলো।

[৫] আদালতে শবনম জাহানের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সালাহ উদ্দীন দোলন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

[৬] রায়ের বিষয়টি জানিয়ে সালাহ উদ্দীন দোলন বলেন, গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শবনম জাহানকে এক ধাপ নিচে অর্থাৎ সহকারী অধ্যাপক পদে অবনমিত করার সিদ্ধান্ত দেয়। এই সিদ্ধান্ত গত বছরের ২০ জুলাই থেকে কার্যকর হবে বলা হয়। এ দুটি বিষয় হাইকোর্ট বাতিল ঘোষণা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়