শিরোনাম
◈ কানাডার নাগরিকত্বে বড় বিপ্লব: বিদেশে জন্ম নিলেও মিলবে অধিকার, বিল সি–৩ পাসের পথে ◈ মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার ◈ জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে কঠিন পরীক্ষায় ইসি ◈ এলচেতে হোঁচট খে‌লো রিয়াল মা‌দ্রিদ   ◈ খা‌লিজ‌কে ৪-১ গো‌লে হারা‌লো আল নাসর, রোনালদোর চোখধাঁধানো গোল ◈ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ে সংকটে, ভারত–বাংলাদেশ সম্পর্ক নতুন টানাপোড়েনে ◈ ৫৮ বছর বয়সে বাবা হলেন সা‌বেক টে‌নিস তারকা ব‌রিস বেকার ◈ নির্বাচন-গণভোট একই দিনে: ইসিকে এমপাওয়ার করতে আসছে নতুন আইন ◈ বাণিজ্য, শিক্ষা, সংযোগে নতুন উদ্যোগ—ভুটান প্রধানমন্ত্রীর সফরে উভয় দেশের সন্তোষ ◈ স্থলপথে গত বছরে ভারত ভ্রমণ ১৮ লাখ ৫৯ হাজার; রাজস্ব আয় প্রায় ১৫০ কোটি টাকা

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২১, ০১:৫৫ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবৈধ প্রবাসীদের কাজ দিলে জরিমানা করবে সৌদি আরব

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] পাসপোর্টের জেনারেল ডিরেক্টরেট (জাওয়াজত) সতর্ক করেছে যে শ্রম এবং আবাসিক বিধি লঙ্ঘন করে বিদেশীদের নিয়োগকারী যে কোনও প্রতিষ্ঠানে ১ লাখ সৌদি রিয়াল বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকার অধিক পর্যন্ত জরিমানা করা হবে।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদন বরাত সৌদি জাওয়াজাত বলেছে যে, বিদেশী কর্মীদের তাদের নিজস্ব সুবিধার জন্য বা তাদের আসল নিয়োগকর্তাদের ব্যতীত অন্য নিয়োগকর্তাদের সঙ্গে কাজ করার অনুমতি দেয় এমন কোনও প্রতিষ্ঠানের উপর একই শাস্তি আরোপ করা হবে।

[৪] আইন অমান্যকারী প্রতিষ্ঠানে পাঁচ বছরের জন্য বিদেশী কর্মী নিয়োগ নিষিদ্ধ করা হবে। নিজ খরচে প্রতিষ্ঠানগুলোর নাম স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা হবে। অবৈধভাবে বিদেশী কর্মীদের নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট পরিচালকদের এক বছরের কারাদণ্ড দেওয়া হবে এবং যদি তিনি প্রবাসী হন তবে তাকে নিজ দেশে নির্বাসন করা হবে।

[৫] জাওয়াজত স্পষ্ট করে বলেছে যে, আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত বিদেশী কর্মীদের সংখ্যার সাথে জরিমানা গুণ করা হবে।

[৬] জাওয়াজত জনসাধারণকে মক্কা এবং রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং সৌদির অন্যান্য সমস্ত অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করে আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের ক্ষেত্রে তথ্য অবহিত করার আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়