তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মালবাহী নৌকা-যাএীবাহী স্পিডবোর্ডের সংর্ঘষে আতিকুর রহমান (২২) নামে এক যাএী নিহত হয়েছে।
[৩] মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লঞ্চঘাট সংগল্ন তিতাস নদীতে দূর্ঘটনায় নিহত যাএী উপজেলার বড়িকান্দি ইউপির নূরজাহানপুর গ্রামের মো: কালু মিয়ার ছেলে।
[৪] পুলিশ ও স্হানীয়রা সূএে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরতলী গোর্কণঘাট থেকে ছেড়ে আসা যাএীবাহী স্পিডবোর্ডের সাথে মালবাহী একটি নৌকার নদীর মাঝখানে সংর্ঘষ হয়। এসময় স্পিডবোর্ডের যাএী আতিকুর নিহত হয়েছে।
[৫] নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রশীদ বলেন, এই ঘটনায় নৌকার মাঝিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ থানায় আছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।