মাকসুদ রহমান: [২] ডিসেম্বর মাসের ৩১ তারিখ আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে প্রধান কোচের মেয়াদ হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারের। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে দলটির দায়িত্ব নেন তিনি। ক্রিকইনফো
[৩] একটি বিবৃতিতে ক্লুজনার বলেন, দু বছর আফগানিস্তান ক্রিকেট দলের সাথে অতিবাহিত করেছি এখান থেকে অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি। এখন আমি কোচিং ক্যারিয়ারের পরবর্তী ধাপের জন্য অপেক্ষা করছি যা আমার জন্য সুযোগ বয়ে আনবে।
[৪] ল্যান্স ক্লুজনারের অধিনে খেলা ৩টি টেস্টের ১টি, ৬টি ওয়ানডের ৩টি এবং ১৪টি টি-২০ এর ৯টিতে জয় পায় আফগানিস্তান। যার মাঝে উল্লেখযোগ্য ছিল ২০১৯ সালে ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জয়।