লিহান লিমা: [২] মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনী শুক্রবার দেশটির ছায়া সরকার এর দেয়া বন্ডে বিনিয়োগকারী নাগরিকদের গ্রেপ্তারে হুমকি দিয়েছে। সেনাবাহিনী বলেছে, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করলে দীর্ঘদিন কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।’ইয়ন
[৩] ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজে) মিয়ানমারের গণতন্ত্রপন্থী গোষ্ঠী, জাতিগত সংখ্যালঘু বাহিনী এবং সেনাবাহিনী কর্তৃক উৎখাত হওয়া বেসামরিক সরকারের কিছু আইনপ্রণেতাদের দ্বারা গঠিত। এনইউজে নিজেদের মিয়ানমারের গণতান্ত্রিক সরকার হিসেবে দাবি করে আন্তর্জাতিক স্বীকৃতির আহ্বান জানিয়েছে। এই সপ্তাহে তারা বলেছে যে এটি তাদের বন্ড বিক্রির প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ৯.৫ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে।
[৪] এনইউজে বলেছে,শূন্য-সুদের বন্ড থেকে প্রাপ্ত আয় দ্বারা ১ ফেব্রুয়ারি জান্তা সরকারের অভ্যূত্থান এবং বিক্ষেভে সেনাবাহিনীর দমনপীড়নের বিরুদ্ধে ‘বিপ্লবে অর্থায়ন’ করা হবে।
[৫] জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন বলেছেন, এনইউজিকে একটি বেআইনী ‘সন্ত্রাসী সংগঠন ’হিসাবে আমরা ঘোষণা করছি। যারা এটিকে অর্থ প্রদান করবে তাদের সন্ত্রাসবাদী গোষ্ঠিকে অর্থায়নের অভিযোগে কঠোর সাজার সম্মুখীন হতে হবে।’