মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের মুলাইদ রঙ্গিলা এলাকায় এক যুবককে নির্যাতনের ঘটনা ঘটেছে। খুঁটিতে বেঁধে পালিয়ে যায় নির্যাতনকারীরা। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
[৩] নির্যাতনের শিকার যুবকের নাম মাজহারুল ইসলাম (৩০)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের বাসিন্দা। মাজহারুল শ্রীপুরের রঙ্গিলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করেন।
[৪] মাজহারুল ইসলাম জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি ভাড়া বাড়ির সামনের একটি টং দোকানের বেঞ্চে বসা ছিলেন। এ সময় ৫ জন ব্যক্তি এসে তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নেয়। পাশের একটি কলা বাগানে নিয়ে তার ওপর নির্যাতন চালায়। নির্যাতনকারীরা তার পিঠে ও পায়ের বিভিন্ন অংশে মারপিট করে। কিন্তু কি কারণে তাকে মারছে এসবের কিছুই জানেন না। মারপিট করার সময় নির্যাতনকারীরা তার পড়নের লুঙ্গি খুলে নেয়। পরে সেটিতে আগুন ধরিয়ে দেয়।
[৫] শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করেছি। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য বলেছি। তারা থানায় লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।