সানজিদা সাফরিন: [২] ক্রিকেট ব্যাটের আঘাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খালাসি পুকুর পাড় এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গতকাল রাত ১০ টায় এ ঘটনা ঘটে।
[৩] মৃত মো. এয়াকুব (৫০) পেশায় কাঠমিস্ত্রি ছিলেন এবং খালাসি পুকুর পাড় এলাকায় তার কটি দোকান রয়েছে। পুলিশ অভিজান চালিয়ে ঘটনায় জড়িত তিন ব্যক্তিকে আটক করেছে। তারা হলেন মো. সানি, মো. নাদিম ও মো. আক্কাস।
[৪] চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মইনুর রহমান জানান, গতকাল রাতে এলাকার ছোট একটি রাস্তায় ট্রাক ঢোকে। মৃত এয়াকুবের দোকানের সামনে এসে ট্রাকটি আটকে গেলে আসামিদের সাথে এয়কুবের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক র্পযায়েএয়াকুবকে মারধর করে আসামিরা। এসময়ে ক্রিকেটের ব্যাট দিয়ে এয়কুবের মুখে আঘাত করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এয়াকুবের স্ত্রী পাঁচজনকে আসামি করে একটি মামলা করেছেন।