শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

জহিরুল ইসলাম: [২] চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এক বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

[৩] এতে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (নৌকা প্রতীকে) মনোনয়ন পেয়েছে, ভবানীগঞ্জ ইউনিয়নে আব্দুল খালেক বাদল, উত্তর হামছাদী ইউনিয়নে এমরান হোসেন, পার্বতী নগর ইউনিয়নে সালাউদ্দিন আহমেদ ভূঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়নে আইনুল আহমেদ তানভীর, হাজিরপাড়া ইউনিয়নে নুরুল মোরছালিন, বশিকপুর ইউনিয়নে আবুল কাশেম, দত্তপাড়া ইউনিয়নে এ.টি.এম কামাল উদ্দিন।

[৪] শাকচর ইউনিয়নে মুহাম্মদ মাহফুজুর রহমান, দিঘলী ইউনিয়নে শেখ মুজিবুর রহমান, উত্তর জয়পুর ইউনিয়নে মিজানুর রহমান, কুশাখালী ইউনিয়নে মো. নুরুল আমিন, টুমচর ইউনিয়নে সৈয়দ নুরুল আমিন, চরশাহী ইউনিয়নে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মান্দারি ইউনিয়নে মিজানুর রহিম ও চররমনী ইউনিয়নে মো. আবু ইউসুফ। এদের মধ্যে অর্ধেকের মতো বর্তমান চেয়ারম্যান ছাড়া বাকীরা নতুন ও তরুণ প্রার্থীরা রয়েছেন।

[৫] এদিকে সদর উপজেলার ১৫টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থীত (নৌকা প্রতীক) প্রার্থীর তালিকা প্রকাশ করার পর দলীয় প্রার্থীদের অভিনন্দন জানান জেলা-উপজেলার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। এ ইউনিয়নগুলোতে আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়