শিরোনাম
◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান!

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ছাতকে সুরমা নদীর ভয়াবহ ভাঙনে শতাধিক পরিবার নিঃশ্ব

নুর উদ্দিন : [২] সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও ও পীরপুর গ্রামের মানুষের চলাচলের রাস্তা, বাড়ি ঘর, স্কুল, মসজিদ, ফসলি জমি সুরমা নদীর ভয়াবহ ভাঙনে নদীর গর্ভে বিলিন হয়ে গেছে।

[৩] এলাকার আরো কয়েকশ পরিবারের বসতভিটা ও ফসলি জমি নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে। অব্যাহত নদী ভাঙনের ফলে এখানের ভৌগোলিক মানচিত্র অনেকটা পরিবর্তন হয়ে পড়েছে। নদীপাড় সংলগ্ন বসবাসকারী এসব পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়ে অনেকই নিঃস্ব হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

[৪] কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও নদীপাড়ে বসবাসরত মো: ফখর মিয়া ও চাঁন মিয়া জানান, সুরমা নদীর পার ভেঙে পড়ার শব্দে এখানের মানুষ আতঙ্কিত। বিগত ১০ বছরে শতাধিক পরিবার বসতভিটা ও ফসলী জমি হারিয়েছেন নদী ভাঙনের কারণে। এখনো ভাঙন অব্যাহত রয়েছে।

[৫] মুক্তিরগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য তোতা মিয়া জানান, সুরমার ভাঙনের কবলে পড়ে বর্তমানে অনেকেই এ অঞ্চল ছেড়ে অন্যত্র চলে গেছে। শত শত একর ফসলি জমি ও শতাধিক বসতভিটা সুরমা নদীতে বিলিন হয়ে গেছে। ভাঙন রোধ করা না গেলে সুরমা পাড়ের মানুষ আরো ভয়াবহ ক্ষতির সম্মুখিন হবে।

[৬] পীরপুর ঝন্টু কুমার দাস জানান, এ অঞ্চলের শত শত একর ফসলি জমি, বসতবাড়ি, স্কুল, মাদ্রাসা, মসজিদ, বাজার সুরমা নদী গ্রাস করেছে। বহু বিত্তবান ভিটে-মাটি হারিয়ে এখন পথের ভিখারী হয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়