শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিসি টিভি ফুটেজ দেখে চিহ্নিত হলো কুমিল্লার জোড়া খুনের রহস্য

শাহাজাদা এমরান: [২] দেশব্যাপী বহু আলোচিত কুসিক কাউন্সিলর সোহেলসহ দুই জন হত্যার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। তবে কে কারা ভিডিওটি প্রথম ছেড়েছে তা জানা যায়নি। বুধবার (২৪ নভেম্বর) রাত থেকে ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র।

[৩] সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, কালো মুখোশ পড়ে অনবরত গুলি করে আতঙ্ক সৃষ্টি করছে দুইজন দূর্বত্ত। এ সময় কেউ ইট মেরে প্রতিরোধের চেষ্টা করলেই তাকেও গুলি করে।

[৪] ভিডিও ফুটেজে এক যুবকের হাতে দুটি এবং আরেক যুবকের হাতে একটি পিস্তল দেখা যায়। মুখোশধারী দুইজন পিস্তল নিয়ে কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়া থ্রি-স্টার এন্টারপ্রাইজে কাউন্সিলর কার্যালয়ের সামনে দৌঁড়ে আসে। এরমধ্যে একজন ভেতরে ঢুকে প্রথম দফায় গুলি চালান। কয়েক সেকেন্ড পর মুখোশধারী আরেকজনও কার্যালয় লক্ষ্য করে গুলি ছোড়েন।

[৫] ভিডিওতে আরও দেখা যায়, গুলি করার শেষে একপর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই দুই যুবক। তারা স্থান ত্যাগ করলে আশপাশের লোকজনকে বের হতে দেখা যায়।

[৬] নিহত কাউন্সিলর মো. সোহেলের ভাই ও হত্যা মামলার বাদী রুমন জানান, সিসিটিভি ফুটেজ আমাদের বাসাতে রেকর্ড হয়। ঘটনার পর আমরা যখন ভাইকে নিয়ে হাসপাতালে যাই তখন র‌্যাবের একটি টিম সব ভিডিও নিয়ে যায়। আমরা সংগ্রহ করতে পারিনি।

[৭] উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এই হত্যাকান্ড ঘটে। এ সময় গুলিতে তার সহযোগী হরিপদও নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দায়ের করা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়