শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১, ০৫:০৯ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিসি টিভি ফুটেজ দেখে চিহ্নিত হলো কুমিল্লার জোড়া খুনের রহস্য

শাহাজাদা এমরান: [২] দেশব্যাপী বহু আলোচিত কুসিক কাউন্সিলর সোহেলসহ দুই জন হত্যার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। তবে কে কারা ভিডিওটি প্রথম ছেড়েছে তা জানা যায়নি। বুধবার (২৪ নভেম্বর) রাত থেকে ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র।

[৩] সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, কালো মুখোশ পড়ে অনবরত গুলি করে আতঙ্ক সৃষ্টি করছে দুইজন দূর্বত্ত। এ সময় কেউ ইট মেরে প্রতিরোধের চেষ্টা করলেই তাকেও গুলি করে।

[৪] ভিডিও ফুটেজে এক যুবকের হাতে দুটি এবং আরেক যুবকের হাতে একটি পিস্তল দেখা যায়। মুখোশধারী দুইজন পিস্তল নিয়ে কুমিল্লা নগরীর পাথুরিয়াপাড়া থ্রি-স্টার এন্টারপ্রাইজে কাউন্সিলর কার্যালয়ের সামনে দৌঁড়ে আসে। এরমধ্যে একজন ভেতরে ঢুকে প্রথম দফায় গুলি চালান। কয়েক সেকেন্ড পর মুখোশধারী আরেকজনও কার্যালয় লক্ষ্য করে গুলি ছোড়েন।

[৫] ভিডিওতে আরও দেখা যায়, গুলি করার শেষে একপর্যায়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই দুই যুবক। তারা স্থান ত্যাগ করলে আশপাশের লোকজনকে বের হতে দেখা যায়।

[৬] নিহত কাউন্সিলর মো. সোহেলের ভাই ও হত্যা মামলার বাদী রুমন জানান, সিসিটিভি ফুটেজ আমাদের বাসাতে রেকর্ড হয়। ঘটনার পর আমরা যখন ভাইকে নিয়ে হাসপাতালে যাই তখন র‌্যাবের একটি টিম সব ভিডিও নিয়ে যায়। আমরা সংগ্রহ করতে পারিনি।

[৭] উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এই হত্যাকান্ড ঘটে। এ সময় গুলিতে তার সহযোগী হরিপদও নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরো চারজন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দায়ের করা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়