মাজহারুল ইসলাম: [২] নাগপুর রেলওয়ে স্টেশনে আহমেদাবাদগামী ট্রেন থেকে মঙ্গলবার রাতে ওই বাংলাদেশিদের উদ্ধার করে ভারতের সিটি পুলিশ এবং অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের যৌথ দল। এদের মধ্যে নয়জনকে শ্রমিক এবং দুই নারীকে যৌনকর্মী হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হবে। দ্য হিন্দু
[৩] ভারতীয় পুলিশ কর্মকর্তা ডিসিপি পণ্ডিত জানান, পাচারকারী দলটি বাংলাদেশ থেকে অবৈধভাবে মানুষ এনে তাদের জন্য জাল পাসপোর্ট, আধার এবং প্যান নথি তৈরি করে। পাচারকারী দলের দুই সদস্যকে চিহ্নিত করেছে পুলিশ। এদের মধ্যে একজন ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।