মাকসুদ রহমান, মামুন হোসেন: [২] প্রাথমিকভাবে সোমবার শুরু হওয়া এই কার্যক্রমের অধীনে রাখা ৫ থেকে ১১ বছরের শিশুদের প্রয়োগ করা হচ্ছে ফাইজারের টিকা। দেশটি প্রত্যাশা করছে এর মাধ্যমে পুনরায় বৃদ্ধি পেতে থাকা করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। রয়টার্স
[৩] ইসরায়েলের সাম্প্রতিক সংক্রমণের তথ্য থেকে জানা যায়, দেশটিতে ৫ থেকে ১১ বছরের অর্ধেক শিশুই করোনায় আক্রান্ত হচ্ছে যা নতুন সংক্রমণের প্রায় এক তৃতীয়াশ। ইসরায়েলের মোট ৯৪ লাখ নাগরিকের মাঝে ১২ লাখেরই বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে। চ্যানেল নিউজ এশিয়া, ডেভডিস কোর্স
[৪] চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে করোনার চতুর্থ ঢেউ হানা দেয়। গত কয়েক মাস এই মাত্রা কিছুটা কম থাকলেও তা এখন পুনরায় বৃদ্ধি পাচ্ছে যা ভাইরাসটির ভয়াবহতার বার্তা দিচ্ছে। সম্পাদনা: সাকিবুল আলম
.