শিরোনাম
◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি ◈ জুলাই সনদ ও গণভোটের সমাধান কোন পথে? ◈ ড.ইউনুসের গ্রামীণ নামে যা যা বানাইছেন সবকিছুর বিপদ আছে: কাদের সিদ্দিকী ◈ একাদশ গ্রেডে বেতনের আশ্বাস, আন্দোলন স্থগিত প্রাথমিক শিক্ষকদের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ০৮:১৩ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ০৮:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে অবৈধ ড্রেজার ধ্বংস করে দিল ভ্রাম্যমাণ আদালতের

সনতচক্রবর্ত্তী :[২] জেলার বোয়ালমারীতে ড্রেজার দিয়ে দীঘি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আশেপাশের নিচু এলাকা ভরাট করার অপরাধে একটি ড্রেজার ধ্বংস করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাউরকান্দি গ্রামের একটি দীঘি থেকে ড্রেজারটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।

[৩] জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাউরকান্দি গ্রামের একটি দীঘি থেকে ড্রেজারের সাহায্যে আশেপাশের বাড়িতে বালু সাপ্লাই দেওয়া হচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম খবর পেয়ে ড্রেজারের সাথে সংশ্লিষ্ট লোকদের ধরার চেষ্টা করলে তারা দূর থেকে অবস্থান টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে সংশ্লিষ্ট ড্রেজার ও বেশ কিছু পাইপ ভেঙ্গে ধ্বংস করা হয়েছে।

[৪] এর আগে সোমবার সকালে উপজেলার রূপাপাত ইউনিয়নের বণ্ডপাশা গ্রামে সরকারি জমিতে (গোচরভূমি) ঘর বানানোয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধ ঘরগুলো ভেঙে দেওয়া হয়।

[৫] এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, সরকারি জমি দখল করে কোন স্থাপনা নির্মাণ করলে সেটির বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়