স্পোটর্স ডেস্ক: [২] পাকিস্তান একাদশে শাহেন শাহ্ আফ্রিদির স্থানে দলে জায়গা পেয়েছে শাহনেওয়াজ।
[৩] পাকিস্তান দলে আনা হয়েছে ৪ পরিবর্তন দলে ফিরেছেন সরফরাজ আহমেদ , ইফতেখার আহমেদ , ওসমান কাদের ও অভিষিক্ত শাহনেওয়াজ দাহানি। গত ম্যাচ খেলা ফখর জামান শোয়ের মালিক শাদাব খান এবং শাহেন শাহ্ আফ্রিদি থাকছেন না আজকের খেলায়।