ফাহাদ ইফতেখার: [২] কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় আপডেট করা তথ্য অনুসারে, রবিবার করোনায় গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৮৮টি, যা দেশের মোট আক্রান্তে সংখ্যাকে ৩ কোটি ৪৫ লাখ ১০ হাজারে ৪১৩ এ নিয়ে গেছে।একই সময়ে কোভিড-১৯ এ আরো ৩১৩ জনের মৃত্যু হয়েছে যা মৃত্যুর সংখ্যাকে বাড়িয়ে ৪ লাখ ৬৫ হাজার ৬৬২তে নিয়ে গেছে। দ্য হিন্দুস্তান টাইমস
[৩] আনন্দ বাজার জানিয়েছে, এই মুর্হুতে কমেছে আক্রান্ত রোগীর সংখ্যা এবং একই সঙ্গে অনেকটা বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৩২৯ জন। ইতিমধ্যেই টিকা গ্রহন হয়েছে ১১৬ কোটিরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৬৭ লক্ষ ২৫ হাজার ৯৭০ জন। সম্পাদনা: ফাহমিদুল কবীর।