শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলিত সম্প্রদায়ের নাগরিক অধিকার সুরক্ষার জন্য রংপুরে সমাবেশ

আফরোজা সরকার: এনএনএমসি ফাউন্ডেশনের জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম, রংপুরের আয়োজনে শনিবার ২০ নভেম্বর দুপুরে হেকস্/ইপার এর সহযোগিতায় পর্যটন মোটেল সভাকক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টাচার্য, বিপিএম, ডি আই জি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রোকনুজ্জামান, মাননীয় বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২, রংপুর। এ ছাড়াও সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবিন চন্দ্র মুন্ডা, সভাপতি-এনএনএমসি ফাউন্ডেশন, ভুপেশ রায়, ম্যানেজার মার্কেট ডেভেলপমেন্ট, হেকস্/ইপার বাংলাদেশ প্রগ্রাম, নরেন চন্দ্র পাহান, ফোকাল পারসন, এনএনএমসি ফাউন্ডেশন, রংপুর।

সমাবেশে অংশগ্রহণমূলক আলোচনায় অংশগ্রহণ করেন রংপুর বিভাগের সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকতা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এবং অন্যান্য বিভাগীয় কর্মকতাবৃন্দ, হাজী মোহাম্মাদ দানেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর শিক্ষক প্রতিনিধিবৃন্দ, এনএনএমসি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, রংপুর বিভাগের ( রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী) জেলা ও উপজেলা সমূহের অ্যাডভোকেসি প্লাটফর্মের ও দলিত প্রতিনিধিবৃন্দ, মিডিয়া প্রতিনিধিবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে দলিত সম্পদায়ের নাগরিক অধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য বিভিন্ন দাবি ও আলোচনা- পর্যালোচনা করা হয়।

সমাবেশে দলিত সম্প্রদায়ের নাগরিক অধিকার সুরক্ষা ও এসডিজির লক্ষ্যমাত্রা বাস্তবায়নে মানবাধিকার রক্ষায় সংবিধানের ১৫(খ) সামাজিক নিরাপত্তার অধিকার, ১৯-এ সুযোগের সমতা, ২৭ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমান অধিকার, ২৮ অনুচ্ছেদে বৈষম্যহীনতাসহ বিভিন্ন বিষয়ের সাংবিধানিক অধিকার নিশ্চিত করণে আদিবাসীদের সমান অধিকার সময়ের দাবি বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়