শিরোনাম
◈ পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড ◈ পূর্বাচল প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড ◈ বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ, তবে তৃতীয় দেশে পাঠাতে চায় ভারত; যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী শেখ হাসিনা ◈ জাতীয় নির্বাচনের আগে যে তিন চ্যালেঞ্জের মু‌খোমু‌খি বিএনপি ◈ বেহাল দশা লিভারপু‌লের, নি‌জের মাঠেই হে‌রে গে‌লো ডাচ ক্লাবের কাছে ◈ ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়ল: আগামী এপ্রিল থেকে ঘণ্টায় বাড়বে সব বয়সের শ্রমিকদের আয় ◈ বায়ার্ন মিউনিখকে ৩-১ গো‌লে হারা‌লো আ‌র্সেনাল ◈ তারেক রহমান এখনও ভোটার নন, ডিসেম্বরে দেশে এসেই ভোটার হবেন: দলীয় সূত্র ◈ ফিফা নিষেধাজ্ঞা স্থগিত কর‌লো, বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন রোনালদো ◈ কেন বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা ঝুঁকিপূর্ণ হতে পারে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ১০:৩৪ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় বেড়া পৌরসভা নির্বাচনে ২ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

আবুল কালাম: [২] পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

[৩] বহিষ্কৃতরা হলেন- বেড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন এবং জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ফজলুর রহমান মাসুদ। এর মধ্যে আব্দুল বাতেনকে প্রাথমিক সদস্য পদ থেকে এবং মাসুদকে কার্যনির্বাহী সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

[৪] তাদের আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিস্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার পাবনা জেলা আওয়ামীলীগের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

[৫] জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবু এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

[৬] জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, আব্দুল হামিদ মাষ্টার, উপদেষ্টাবৃন্দ এবং নির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

[৭] এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের বিরুদ্ধে দলের প্রার্থীদের বহিস্কার এবং যারা বিদ্রোহী প্রার্থীদের মদদ দেবে অথবা পক্ষ নেবে তাদেরকে চিহিৃত করে বহিস্কার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

[৮] এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। আগামী ২৮ নভেম্বর পাবনার বেড়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়