শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২১, ১০:৩৪ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২১, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় বেড়া পৌরসভা নির্বাচনে ২ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

আবুল কালাম: [২] পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

[৩] বহিষ্কৃতরা হলেন- বেড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন এবং জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ফজলুর রহমান মাসুদ। এর মধ্যে আব্দুল বাতেনকে প্রাথমিক সদস্য পদ থেকে এবং মাসুদকে কার্যনির্বাহী সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।

[৪] তাদের আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিস্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার পাবনা জেলা আওয়ামীলীগের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

[৫] জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আহাদ বাবু এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

[৬] জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনা জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, আব্দুল হামিদ মাষ্টার, উপদেষ্টাবৃন্দ এবং নির্বাহী কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

[৭] এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের বিরুদ্ধে দলের প্রার্থীদের বহিস্কার এবং যারা বিদ্রোহী প্রার্থীদের মদদ দেবে অথবা পক্ষ নেবে তাদেরকে চিহিৃত করে বহিস্কার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

[৮] এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। আগামী ২৮ নভেম্বর পাবনার বেড়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়