শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২১ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যৌতুকের জন্য নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা, স্বামী ও শ্বশুর আটক

মো. আদনান হোসেন: [২] ঢাকার ধামরাইয়ে স্বামীর নির্যাতনে নিপা আক্তার(২৪) নামে এক সন্তানের জননী আত্মহতা করেছে। সরকারি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নিপা আক্তারকে মৃত ঘোষণা করেন।

[৩] এ ঘটনায় ধামরাই থানা পুলিশ দু'জনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি আতিকুর রহমান।

[৪] শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ধামরাই পৌরসভার আমবাগান এলাকায় ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।

[৫] নিহত নিপা আক্তার মানিকগঞ্জ জেলার শিবালয় থানার পাইপাড়া গ্রামের সবজাল মির্জার মেয়ে। সবজাল মির্জা বলেন, আমার মেয়ের জামাই আমার মেয়ের উপর প্রায় সময়ই যৌতুকের জন্য চাপ দিত। আমি দু'দফায় ৭ লক্ষ টাকা দিয়েছি। আবার দুই লক্ষ টাকার জন্য চাপ প্রয়োগ করে আমি অপারকতা শিকার করলে আমার মেয়ের উপর নির্যাতন করেন। আমি খবর পেয়ে এসে দেখি আমার মারা গেছে। স্থানীয়রা বলেন, প্রায় সময়ই এ দম্পতির কলহ লেগেই থাকতো।

[৬] আটকৃতরা হলো,মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দক্ষিণ শালজানা গ্রামের নজরুল খান (৪৫)ও তার ছেলে শরিফ খান(২৫) উভয়ে নিপা স্বামী ও শ্বশুর।

[৭] থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দু'জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়