শিরোনাম
◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৩:১৪ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুব্রত বিশ্বাস: দেশের অর্থ ব্যবস্থাকে চ্যালেঞ্জের মধ্যে ছুটতে হচ্ছে

সুব্রত বিশ্বাস
পরিসংখ্যান নামক নৈর্ব্যক্তিক বস্তুটিকে রাজনীতির ঘোলাজলে শ্বাসরোধ করে মারতে হয়, ভোগব্যয় কমছে কই, কর্মসংস্থান কমছে, কিন্তু প্রত্যহ ‘শিল্প উৎপাদনের সূচক, কর্মসংস্থানের হার, বাজারে চাহিদার অধঃগতি, সবই এক গল্পের বিভিন্ন অধ্যায়। বাজারে চাহিদা হ্রাসের ফলেই আজ আর্থিক মন্দার মুখে এবং সে সমস্ত মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে দেশ। গ্রামাঞ্চলে ভোগব্যয় হ্রাস, শহরে বাড়ছে, কৃষি এবং অসংগঠিত ক্ষেত্রের গায়ে ধাক্কা... তা স্বাভাবিক। পাইকারি মূল্যসূচকের স্ফীতির হার শূন্যের কাছাকাছি, অর্থাৎ বাজারে চাহিদায় প্রবল ভাটার টান, খুচরা মূল্যসূচকের স্ফীতির হার বিপজ্জনকভাবে বাড়ছে মানে, মানুষের ভোগক্ষমতা আরও কমবে।

অর্থশাস্ত্রে এই পরিস্থিতির নামই স্ট্যাগফ্লেশন যুগপৎ মন্দা এবং মূল্যস্ফীতি। বিপুলায়তন অর্থ ব্যবস্থা এই কুম্ভীপাকে পড়লে নিস্তার পাওয়া দুষ্কর। অর্থ ব্যবস্থার চালকের আসনে যাঁরা বসে আছেন, অর্থশাস্ত্রে তাঁদের জ্ঞান ও পারদর্শিতা যদি নামমাত্রও না হয়, বাঁচাবে কে? অনেকেই বাঁচাতে পারতেন, যদি না শাসকের অহঙ্কার এমন গগনচুম্বী হতো, যদি না সমালোচনা শুনলেই তাঁরা রাষ্ট্রদ্রোহ ভাবতেন। বর্তমান অর্থ ব্যবস্থাকে সম্পূর্ণ অপদার্থ বললে হয়তো ঈষৎ অত্যুক্তি হবে, কিন্তু অর্থনীতি সম্পর্কে অতুলনীয় ‘প্রজ্ঞা’র পাশাপাশি অসামান্য অহঙ্কার এবং সুতীব্র অসহিষ্ণুতা বলছে, অর্থ ব্যবস্থার রক্ষা পাওয়া মুশকিল অর্থ ব্যবস্থাকে অবশ্যই চ্যালেঞ্জের মধ্যে ছুটতে হচ্ছে। এখন পরিসংখ্যান চেপে যাওয়া মুখরক্ষার পথ। কিন্তু এই প্রবঞ্চনা কতোদিন চলতে পারে? লেখক : ব্যবসায়ী

  • সর্বশেষ
  • জনপ্রিয়