শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০২:৫৯ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এমপি আফজালকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে কিশোরগঞ্জ-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলানিউজ, আরটিভি

শনিবারের (২০ নভেম্বর) মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা নির্দেশনায় বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে কিশোরগঞ্জের নিকলী উপজেলাধীন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ পাওয়া যায়।’

আফজাল হোসেনকে দেওয়া চিঠিতে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬’ এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘যেহেতু আপনি বিধিবহির্ভূতভাবে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করছেন, তাই আপনাকে ২০ নভেম্বর শনিবারের মধ্যে কিশোরগঞ্জ-৫ এর আওতাধীন নির্বাচনি এলাকা নিকলী উপজেলা ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।’

চিঠিতে অনতিবিলম্বে ওই এলাকা ত্যাগ করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনও নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনি এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন।

উল্লেখ্য, ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনের আওতাধীন বাজিতপুর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে তাকে বাজিতপুর এলাকা ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছিল কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়