শিরোনাম
◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০২:৫৯ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় এমপি আফজালকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে কিশোরগঞ্জ-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলানিউজ, আরটিভি

শনিবারের (২০ নভেম্বর) মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা নির্দেশনায় বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে কিশোরগঞ্জের নিকলী উপজেলাধীন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ পাওয়া যায়।’

আফজাল হোসেনকে দেওয়া চিঠিতে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬’ এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘যেহেতু আপনি বিধিবহির্ভূতভাবে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করছেন, তাই আপনাকে ২০ নভেম্বর শনিবারের মধ্যে কিশোরগঞ্জ-৫ এর আওতাধীন নির্বাচনি এলাকা নিকলী উপজেলা ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।’

চিঠিতে অনতিবিলম্বে ওই এলাকা ত্যাগ করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনও নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনি এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন।

উল্লেখ্য, ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনের আওতাধীন বাজিতপুর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে তাকে বাজিতপুর এলাকা ত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছিল কমিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়