রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোড হতে ০১ টি ওয়ানশুটারগান এবং ০২ রাউন্ড গুলিসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামে র্যাব-৭।
[৩] নগরের বাকলিয়া থানাধীন বাকলিয়া এক্সেস রোডের ইউনুছ সওদাগরের নির্মাণাধীন ভবনের ভিতর সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। এই সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়, র্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ সোহেল আহমেদ সেলু (৩৫)কে আটক করে। তার পিতা মৃত মোহন মাঝি, বাকলিয়া থানার শান্তিনগর এলাকার বাসিন্দা।
[৪] আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে , সে দীর্ঘদিন যাবৎ ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত এবং আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানার ০৮ টি মামলা রয়েছে।
[৫] গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।