স্পোটর্স ডেস্ক: [২] বিশ্বকাপে পর বাংলাদেশেও দাপট দেখিয়েছে পাকিস্তানি বোলাররা।
[৩] মিরপুরে বাংলাদেশের সঙ্গে প্রথম টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম ৫ ওভারে ১৬ রান খরচায় ৩ উইকেট তুলে নেয় পাকিস্তানি পেসাররা।
[৪] বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার আফিফের উইকেট শাদাব খান তুলে নিলেও টাইগারদের অপর ৫ ব্যাটারকেই আউট হন পেস বলে। হাসান আলি নেন ২২ রান খরচায় ৩ উইকেট। মোহাম্মদ ওয়াসিম নেন ২৪ রানে ২ উইকেট । শাহেন শাহ্ আফ্রিদির অভাব পূরণ করতে পারেনি হারিস রউফ ৪ ওভারে কোনো উইকেট না পাওয়া এই পেসার দেন ৩৩ রান।