রাহুল রাজ :[২] আজ শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান টি ২০ সিরিজ দিয়ে হোম অব ক্রিকেট’ মিরপুরের গ্যালারিতে দীর্ঘ ১৯ মাস পর দর্শক ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
[৩]একটি টিকিট হাতে পেতে প্রত্যাশীদের ছিল উপচেপড়া ভিড়। সোনার হরিণ ম্যাচের টিকিট নির্ধারিত মূলের চাইতে অনেক বেশি দিয়ে কিনেও শুক্রবার অনেকে মাঠে ঢুকতে পারে নি। দীর্ঘ লাইন দিয়ে হাতে টিকিট নিয়ে মেইন গেটের কাছে আসামাত্রই দায়িত্বে থাকা ব্যক্তি করোনা টিকার সনদ দেখতে চাইছে। প্রিন্ট কপি বা মোবাইল কপি দেখাতে না পারলে ফিরিয়ে দেওয়া হয়। কোন অজুহাত বা অনুনয়ে কাজ হয়নি।
[৪]খিলগাও থেকে আসা মো. ফাহিম বলেন, এই প্রথম গ্যালারিতে বসে খেলা দেখব বলে অনেক কষ্টে আমি টিকিট কাটি। কিন্তু সঙ্গে করোনা সদনের কপি না আনায় আমাকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয় নি।
[৫]আগেই ঘোষনা দেওয়া হয়েছিলো মাঠে প্রবেশের সময় দর্শকদের কোভিড টিকা নেওয়ার সনদপত্র দেখাতে হবে। তবে ১৮ বছরের কম বয়সিদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখালেই চলবে।