খালিদ আহমেদ: [২] ঢাকা থেকে ছেড়ে আসা ফ্লাইটটি বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সৈয়দপুর বন্দরের রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে বেঁকে যায় বিমানের সামনের চাকাটি।
[৩] এ অবস্থায় কোনো দুর্ঘটনা ছাড়াই বিমানটিকে সফলভাবে অবতরণ করান পাইলট।
[৪] ওই বিমানের যাত্রী আজিজুর রহমান দুলু বলেন, ‘রানওয়ে স্পর্শ করার সঙ্গে সঙ্গে সামনের চাকাটি বেঁকে যায়। তারপরও পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করি।’
[৫] সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব রায় জানান, বিমানটি রানওয়েতে আছে। যাত্রীরা সবাই সুস্থ আছেন। তারা যার যার গন্তব্যে চলে গেছেন। চাকা মেরামতের কাজ চলছে।