শিরোনাম
◈ জোটের আসন ভাগাভাগি নিয়ে জামায়াত-ইসলামী আন্দোলন টানাপোড়েন ◈ স্প্যানিশ সুপার কাপেও পাওয়া যা‌বে না এমবাপে‌কে ◈ সাবেক ক্রিকেটার নয়, আ‌মি নি‌জে‌কে কোচ হিসেবে প‌রিচয় দি‌তে চাই: আব্দুর রাজ্জাক ◈ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে পা দেবেন তারেক রহমান, বরণে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা ◈ ৬.৭ ডিগ্রিতে নেমে এলো নওগাঁর তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন ◈ জকসু নির্বাচন: প্রাথমিক ফলাফলে ভিপি ও জিএস সহ শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ◈ হাদি হত্যায় চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের: রাষ্ট্রযন্ত্র জড়িত থাকার দাবি ◈ প্রশাসনের আশ্বাসে সুন্দরবনে নৌযান ধর্মঘট প্রত্যাহার ◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা বাবার কবরের পাশে চির নিদ্রায় সায়িত সাবেক মন্ত্রী আফসার উদ্দিন আহমদ খাঁন

আকরাম হোসেন: দেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের ছোট ভাই, কাপাসিয়ার সাবেক সংসদ, সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খান আর নেই। বার্ধক্যজনিত কারনে তিনি আজ বুধবার ভোরে ঢাকায় লক্ষীপুরের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদ আছর তার নিজ গ্রাম দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে মা বাবার কবরেরর পাশে চির নিদ্রায় সায়িত হলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তার আগে সকাল ৯টায় লক্ষীবাজার, ১০.৩০ মিনিটে ঢাকা জজকোর্ট, ১১.৩০ মিঃ সুপ্রিমকোর্ট মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, আফসার উদ্দিন আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলভী মোঃ ইয়াসিন খান এবং মাতা মেহেরুননেসা খান। তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী। তিনি জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২৩ জুন ১৯৯৬ সালে তিনি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনোনীত হয়ে ছয়মাস দায়িত্ব পালন শেষে ১৯৯৭ সালে পদত্যাগ করেন। তার এক ছেলে আমেরিকায় থাকেন এবং অন্যজন দেশে চিকিৎসক। তিনি নিজ বাড়ির পাশে কাপাসিয়ার হাইলজোরে স্থাপিত শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ঢাকা বারের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ ও গাজীপুর-৪ (কাপাসিয়া) বর্তমান সাংসদ সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ (শ্রীপুর) সাংসদ ইকবাল হোসেন সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগেরসহ-সভাপতি অ্যাডভাকেট মো.আমানত হোসেন খান ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহবায়ক হান্নানশাহ্ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়