স্পোর্টস ডেস্ক: [২] বিশ্ব ক্রিকেটের নন্দিত এক নাম মোহাম্মদ আজহারউদ্দিন। বাংলাদেশের ক্রিকেটের উন্নতিতে সাবেক এই অধিনায়ক জানান, দেশের মাঠে বাংলাদেশ বরাবরই দুর্দান্ত গত কয়েক বছর ধরে কিন্তু, দেশের বাইরে ঠিক সেভাবে ধরা দিচ্ছে না সাফল্য।
[৩] তিনি আরও মনে করেন, বাংলাদেশকে খেলতে হবে স্পোর্টিং উইকেটে। যেখানে ব্যাটসম্যান-বোলার সবার সমান সুবিধা থাকবে।
[৪] ভালো উইকেটে খেলার সামর্থ্যও ওদের আছে। বেশ কিছু ভালো মানের পেসার রয়েছে। অল্প সুযোগ পেলেও তারা নিজেদের প্রমাণ করেছে। এমন কিছু উইকেট বানানো প্রয়োজন, যেখানে পেসাররা সহায়তা পাবে, সুইং, সিম মুভমেন্ট থাকবে। এমন উইকেটে খেললে বোলাররাই নয়, উন্নতি হবে ব্যাটসম্যানদের জন্যও, যা দেশের বাইরে খেলতে গেলে কাজে লাগবে। আর টিভি। সম্পাদনা: রাহুল রাজ।