শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ১১:০৮ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফতুল্লায় বিস্ফোরণে মৃত বেড়ে ৩

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় হঠাৎ বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় চিকিৎসাধীন ঝুমা সরকার (১৯) নামে আরও একজনের মত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা ৩ জনে দাঁড়াল।  সময় টিভি, বাংলাদেশ জার্নাল

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, ঝুমার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার অবস্থায় প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল।

চিকিৎসকরা জানান, এ ঘটনায় ঝুমাসহ ৬ জনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। তারা হলেন- তুলসী রানী সরকার (৬০), তার ছেলে সোহেল সরকার (১২), মেয়ে মনি সরকার (২৭), মনির স্বামী সুধন দাস (৩৫), তুলসী রানীর ভাতিজা সৌরভ দাস (২২)। তবে আশঙ্কাজনক হওয়া ঝুমা ও তুলসী রানীকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল।

তুলসী রানীর ছেলে রুবেল সরকার বলেন, তাদের বাড়ি সিলেট জেলার জামালগঞ্জ উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন লালখাঁ এলাকায় পাঁচতলা বাসার নিচতলা ভাড়া থাকেন। গত শুক্রবার (১২ নভেম্বর) ভোরে তাদের বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়ে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে দগ্ধ হন তারা।

এইঘটনায় দেওয়াল চাপা পড়ে আহত মঙ্গলী বিশ্বাস (২৫) ওই দিনই ঢাকা মেডিকেলে মারা যান। আর ঘটনাস্থলে মারা যান আরও এক নারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়