শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ ◈ ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ◈ রোহিঙ্গা সংকট: আদালতের রায় নয়, প্রত্যাবাসনই বড় চ্যালেঞ্জ ◈ পার্টি নিষিদ্ধ, ব্যক্তি নয়: লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি মাছউদ ◈ আফ্রিকা কাপ অব নেশন্স ফাইনাল রাতে মুখোমুখি মরক্কো ও সেনেগাল ◈ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে : তারেক রহমান ◈ প্রার্থী বা এজেন্টদের দেওয়া খাবার খেতে পারবে না পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তিন অভিযোগে ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল ◈ অন্তর্বর্তী সরকা‌রের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার ◈ মা আমাকে জিন মারেনি, পাশের লোকেরাই আমাকে ধর্ষণ করে হত্যা করেছে: রেহেনা বেগমের অভিযোগ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ১১:০৮ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফতুল্লায় বিস্ফোরণে মৃত বেড়ে ৩

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় হঠাৎ বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় চিকিৎসাধীন ঝুমা সরকার (১৯) নামে আরও একজনের মত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা ৩ জনে দাঁড়াল।  সময় টিভি, বাংলাদেশ জার্নাল

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, ঝুমার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার অবস্থায় প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল।

চিকিৎসকরা জানান, এ ঘটনায় ঝুমাসহ ৬ জনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। তারা হলেন- তুলসী রানী সরকার (৬০), তার ছেলে সোহেল সরকার (১২), মেয়ে মনি সরকার (২৭), মনির স্বামী সুধন দাস (৩৫), তুলসী রানীর ভাতিজা সৌরভ দাস (২২)। তবে আশঙ্কাজনক হওয়া ঝুমা ও তুলসী রানীকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল।

তুলসী রানীর ছেলে রুবেল সরকার বলেন, তাদের বাড়ি সিলেট জেলার জামালগঞ্জ উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন লালখাঁ এলাকায় পাঁচতলা বাসার নিচতলা ভাড়া থাকেন। গত শুক্রবার (১২ নভেম্বর) ভোরে তাদের বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়ে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে দগ্ধ হন তারা।

এইঘটনায় দেওয়াল চাপা পড়ে আহত মঙ্গলী বিশ্বাস (২৫) ওই দিনই ঢাকা মেডিকেলে মারা যান। আর ঘটনাস্থলে মারা যান আরও এক নারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়