শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১, ১১:০৮ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২১, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফতুল্লায় বিস্ফোরণে মৃত বেড়ে ৩

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় হঠাৎ বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় চিকিৎসাধীন ঝুমা সরকার (১৯) নামে আরও একজনের মত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা ৩ জনে দাঁড়াল।  সময় টিভি, বাংলাদেশ জার্নাল

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি জানান, ঝুমার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাকে আইসিইউতে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার অবস্থায় প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল।

চিকিৎসকরা জানান, এ ঘটনায় ঝুমাসহ ৬ জনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। তারা হলেন- তুলসী রানী সরকার (৬০), তার ছেলে সোহেল সরকার (১২), মেয়ে মনি সরকার (২৭), মনির স্বামী সুধন দাস (৩৫), তুলসী রানীর ভাতিজা সৌরভ দাস (২২)। তবে আশঙ্কাজনক হওয়া ঝুমা ও তুলসী রানীকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল।

তুলসী রানীর ছেলে রুবেল সরকার বলেন, তাদের বাড়ি সিলেট জেলার জামালগঞ্জ উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন লালখাঁ এলাকায় পাঁচতলা বাসার নিচতলা ভাড়া থাকেন। গত শুক্রবার (১২ নভেম্বর) ভোরে তাদের বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়ে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে দগ্ধ হন তারা।

এইঘটনায় দেওয়াল চাপা পড়ে আহত মঙ্গলী বিশ্বাস (২৫) ওই দিনই ঢাকা মেডিকেলে মারা যান। আর ঘটনাস্থলে মারা যান আরও এক নারী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়