ডেস্ক রিপোর্ট : রোববার (১৪ নভেম্বর) শ্যামপুর থানার পোস্তগোলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- মো. আইয়ুব (৩৫), আব্দুস শুকুর (৫৪) ও মো. আমির হোসেন (৬৫)। বাংলানিউজ
র্যাব জানায়, মিয়ানমার থেকে আসা ইয়াবা বেশি দামে বিক্রির জন্য ঝুঁকি নিয়েই পানের ভেতরে নিয়ে ঢাকায় আনতো চক্রটি। তারা দীর্ঘদিন ধরে এই কারবারের সঙ্গে জড়িত।
র্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বলেন, গোপণ তথ্যের ভিত্তিতে র্যাব-১০ সদস্যরা তিনজন মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা পানের ডালা তল্লাশি করে পানের ভাঁজে ভাঁজে ৩২৬টি প্যাকেটে মোট ৬৫ হাজার ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি বলেন, চক্রটি দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করত। এরপর কক্সবাজারের একটি বাসায় এনে পানের ভেতরে অভিনব কায়দায় ইয়াবার প্যাকেটগুলো লুকানো হতো। এরপর গাড়িতে করে কক্সবাজার হয়ে ঢাকায় নিয়ে আসা হতো।
চক্রটির কক্সবাজারে একজন ও ঢাকায় একজন গডফাদার রয়েছে। তাদের গ্রেফতারের স্বার্থে আপাতত নাম-পরিচয় বলা যাচ্ছে না। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।