শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ০৯:২২ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে নায়ালার ঘরে নতুন অতিথি

সাদেক আলী: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি নায়ালার বাচ্চার জন্ম হয়েছে। লাজুক প্রকৃতির হওয়ায় সচরাচর এদের দেখা যায় না। তবে বেশ কয়েকদিন আগে জন্ম নেওয়া একটি বাচ্চার দেখা মিলেছে সম্প্রতি। নায়ালা আফ্রিকান সাভানা অঞ্চলের একটি প্রাণী। একে ‘সর্পিল শিংযুক্ত হরিণ’ বলেও অভিহিত করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, সাফারি পার্কের প্রাকৃতিক পরিবেশে নায়ালার বিচরণ। এই পার্কে এর আগেও একটি বাচ্চার জন্ম হয়েছিল। তবে সে সময় বাচ্চাটি খেয়ে ফেলে শিয়াল। এরপর বয়স্ক একটি পুরুষ নায়ালা মারা যায়। সম্প্রতি পার্কে একটি নায়ালার বাচ্চা জন্ম হলে প্রথমদিকে তাকে দেখা যায়নি। পার্কের জেব্রা বেষ্টনীতে এ বাচ্চা ও তার মাকে দেখা গেছে কয়েক দিন আগে। কাছে যেতে না পারায় এখনও বাচ্চাটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি।

তিনি জানান, এ প্রাণীটি হরিণ প্রজাতির মতো দেখতে স্ত্রী নায়ালার শিং থাকে না। তবে পুরুষের শিং থাকলেও সে শিংয়ের শাখা থাকে না। এরা তৃণভোজী প্রাণী। ছোট ঘাস, লতাপাতা এদের পছন্দের খাবার। লাজুক হওয়ায় মানুষের উপস্থিতি টের পেলেই এরা লুকিয়ে পড়ে। দিনের বেশিরভাগ সময় লুকিয়ে থেকে সকাল ও শেষ বিকেলে এরা সক্রিয় হয়।

স্ত্রী নায়ালা প্রতিবার একটি করে বাচ্চার জন্ম দেয়। এদের দেহের দৈর্ঘ্য ১৩৫-১৯৫ সেন্টিমিটার এবং ওজন হয় ৫৫-১৪০ কেজি পর্যন্ত হয়। এদের শরীরে ১০টিরও বেশি সাদা ডোরাকাটা দাগ থাকে। দেশি-বিদেশি নানা প্রাণীর সমাহার এখন এই সাফারি পার্কে। দর্শনার্থীদের বিনোদন ও অজানা প্রাণীর সঙ্গে পরিচয়ের দ্বার খুলে দিয়েছে এই পার্ক।

এবার জন্ম নেওয়া বাচ্চাটি নিরাপত্তার মধ্য দিয়ে বড় হচ্ছে বলে জানায় সাফারি পার্ক কর্তৃপক্ষ। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়