শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১, ১২:২০ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২১, ১২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুম অ্যাপে শিক্ষার্থীদের পতিতাবৃত্তি প্রশিক্ষণের আয়োজন! 

নিউজ ডেস্ক: ব্রিটেনের অনেক শিক্ষার্থীই যৌনপেশাকে বেছে নেন। সম্প্রতি শিক্ষার্থীদের এই প্রবণতা আরও বেড়েছে। এ অবস্থায়ই শিক্ষার্থীদের পতিতাবৃত্তি শেখাতে প্রশিক্ষণের আয়োজন করছে দেশটির ডারহাম বিশ্ববিদ্যালয়।

ডারহাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, সম্প্রতি তারা শিক্ষার্থীদের মধ্যে যৌনপেশার একটি প্রবণতা লক্ষ্য করেছেন। এজন্য তারা শিক্ষার্থীদের সচেতন করতে জুম অ্যাপে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। কীভাবে গোটা প্রক্রিয়ায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো যায়, সে বিষয়ে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত বছর ব্রিটেনে ৩ হাজার ২০০ জন শিক্ষার্থীর মধ্যে জরিপ চালিয়ে জানা যায় প্রতি ২০ জনের একজন পড়ালেখার খরচ মেটাতে যৌনপেশায় যুক্ত। ‘সেভ দ্য স্টুডেন্টস’ ওয়েবসাইটের তথ্যমতে এই সংখ্যা ২০১৭ সালে দ্বিগুণ হয়ে যায়। এর অর্থ ২ দশমিক ৩৮ মিলিয়ন শিক্ষার্থীর মধ্যে ৯৫ হাজার শিক্ষার্থী ব্রিটেনে এই পেশায় যুক্ত। এসব শিক্ষার্থীদের ২৮ শতাংশ জানায়, তারা অন্যের শয্যাসঙ্গী হন। ৭১ শতাংশ অন্তরঙ্গ ছবি বিক্রি করেন।

তবে এ ব্যাপারে ব্রিটেনের উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রী মিশেল ডোনিলান বলেন, এভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে এই কোর্স আয়োজন করা যায় না। শিক্ষার্থীরা যৌনকর্মী হয়ে উঠলে, তা আটকানোর দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। যৌনতা বিক্রি করার বিষয়টিকে স্বাভাবিক করে তোলার মানে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়