রাহুল রাজ: [২] শুরু হতে যাচ্ছে এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপ ২০২১। শনিবার (১৩ নভেম্বর) ঢাকার আর্মি স্টেডিয়ামে বসবে এশিয়ান আরচ্যারীর ২২তম এই আসর। বাংলাদেশ, ভারত, ইরাক, জর্ডানসহ ১৭টি দেশের অংশগ্রহণ করবে আরচ্যারীর এই আসরে।
[৩] এসব দেশ থেকে মোট ৭৮ জন পুরুষ ও ৫৩ জন মহিলাসহ মোট ১৩১ জন আরচ্যার অংশ নেবে এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশ থেকে রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে খেলবে মোট ১৫ জন আরচ্যার।
[৪] এদিকে এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া কংগ্রেস। শুক্রবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। সম্পাদনা: এল আর বাদল।