শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভনে অপহরণ ও ধর্ষণ, গ্রেপ্তার ২

সুজন কৈরী: [২] টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সহযোগীসহ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো- মূল অভিযুক্ত দিনার ও তার সহযোগী মেহেদী হাসান মাহি। এ ঘটনায় উদ্ধার ভিকটিমকে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

[৩] বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও ও বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

[৪] গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, গত ৮ নভেম্বর ভিকটিমের ভাই হাতিরঝিল থানায় বোন নিখোঁজ হওয়ার ঘটনায় একটি জিডি করেন। এরপর ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তদন্তকালে বৃহস্পতিবার রাতে এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরের সময় খিলগাঁও তালতলা মার্কেট এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরে ভিকটিমের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খিলগাঁও তালতলা এলাকা থেকে মূল অভিযুক্তের সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে বনানী থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

[৫] তিনি আরও বলেন, একটি অসাধু চক্র উঠতি বয়সী মেয়েদের সাথে ফেসবুকে ফ্রেন্ডশিপ করে। এরপর তাদের টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে এবং আটকে রেখে ধর্ষণ করে। ভুক্তভোগীদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে।

[৬] এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা হাসান মুহাম্মদ মুহতারিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়