শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভনে অপহরণ ও ধর্ষণ, গ্রেপ্তার ২

সুজন কৈরী: [২] টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সহযোগীসহ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো- মূল অভিযুক্ত দিনার ও তার সহযোগী মেহেদী হাসান মাহি। এ ঘটনায় উদ্ধার ভিকটিমকে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

[৩] বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও ও বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

[৪] গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, গত ৮ নভেম্বর ভিকটিমের ভাই হাতিরঝিল থানায় বোন নিখোঁজ হওয়ার ঘটনায় একটি জিডি করেন। এরপর ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তদন্তকালে বৃহস্পতিবার রাতে এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরের সময় খিলগাঁও তালতলা মার্কেট এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরে ভিকটিমের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খিলগাঁও তালতলা এলাকা থেকে মূল অভিযুক্তের সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে বনানী থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

[৫] তিনি আরও বলেন, একটি অসাধু চক্র উঠতি বয়সী মেয়েদের সাথে ফেসবুকে ফ্রেন্ডশিপ করে। এরপর তাদের টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে এবং আটকে রেখে ধর্ষণ করে। ভুক্তভোগীদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে।

[৬] এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা হাসান মুহাম্মদ মুহতারিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়