শিরোনাম
◈ আওয়ামী লীগের দুজনকে ছাড়াতে ওসিকে যুবদল নেতার হুমকি, ‘আপনার রিজিক উঠে গেছে’ ◈ ৬’শ টাকায় যত খুশী ততবার ট্রেন ভ্রমণ, জানে না অনেকেই! (ভিডিও) ◈ আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ  ◈ হ‌কি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ ৮-২ গো‌লে হে‌রে গে‌লো পাকিস্তানের কা‌ছে ◈ ফের গ্রিন কার্ডের জন্য কঠিন শর্ত দিলো যুক্তরাষ্ট্র ◈ সন্ত্রাসী‌দের ভ‌য়ে পাকিস্তান থেকে দেশে ফিরতে চাওয়া নিজ দে‌শের ক্রিকেটারদের কড়া বার্তা দিলো লঙ্কান বোর্ড ◈ আর্চারিতে মিশ্র ই‌ভে‌ন্টে ভারতের কাছে হেরে রৌপ‌্য পদক জিতল বাংলাদেশ ◈ প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, গেজেট প্রকাশ ◈ যশোরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভনে অপহরণ ও ধর্ষণ, গ্রেপ্তার ২

সুজন কৈরী: [২] টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সহযোগীসহ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো- মূল অভিযুক্ত দিনার ও তার সহযোগী মেহেদী হাসান মাহি। এ ঘটনায় উদ্ধার ভিকটিমকে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

[৩] বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও ও বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

[৪] গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, গত ৮ নভেম্বর ভিকটিমের ভাই হাতিরঝিল থানায় বোন নিখোঁজ হওয়ার ঘটনায় একটি জিডি করেন। এরপর ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তদন্তকালে বৃহস্পতিবার রাতে এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরের সময় খিলগাঁও তালতলা মার্কেট এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরে ভিকটিমের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খিলগাঁও তালতলা এলাকা থেকে মূল অভিযুক্তের সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে বনানী থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

[৫] তিনি আরও বলেন, একটি অসাধু চক্র উঠতি বয়সী মেয়েদের সাথে ফেসবুকে ফ্রেন্ডশিপ করে। এরপর তাদের টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে এবং আটকে রেখে ধর্ষণ করে। ভুক্তভোগীদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে।

[৬] এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা হাসান মুহাম্মদ মুহতারিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়