স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বকাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট হারাল পর্তুগাল।
[৩] ডাবলিনে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ডিফেন্ডার পেপের লাল কার্ডে শেষ দিকে একজন কম নিয়ে খেলতে হয় পর্তুগালকে।
[৪] পয়েন্ট হারালেও গ্রুপের শীর্ষে উঠেছে ফের্নান্দো সান্তোসের দল। সাত ম্যাচে তাদের সমান ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সার্বিয়া। শেষ ম্যাচে আগামী রোববার ঘরের মাঠে সার্বিয়ার বিপক্ষে হার এড়ালেই সরাসরি কাতার বিশ্বকাপের টিকেট পাবেন রোনালদো-সিলভারা। গত সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে রোনালদোর শেষ দিকের দুই গোলে ২-১ ব্যবধানে জিতেছিল পর্তুগাল। - লিসবনটাইমস, সম্পাদনা : এল আর বাদল