মামুন হোসেন: [২] বুধবার বিকেলে তেলেঙ্গানার মানচেরিয়াল জেলার শ্রিরামপুর এলাকায় রাষ্ট্রনিয়ন্ত্রিত সিঙ্গারেনি কয়লা খনিতে (এসসিসিএল) এই দুর্ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমস
[৩] বিকেলে খনির ভেতরে কাজ করার সময় ওপর থেকে পাথর, কয়লা খসে পড়া শুরু হতেই কয়েকজন শ্রমিক দ্রুত বেরিয়ে আসেন। তবে ওই চারজন শ্রমিক ভেতরেই চাপা পড়েন।
[৪] পরে দুর্ঘটনার খবর পেয়ে সিঙ্গারেনি কোলিয়ারির উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে।
[৫] স্থানীয় পুলিশ জানিয়েছে, কেনো এভাবে কয়লা খনির ছাদ ধসে পড়লো তা এখনো নিশ্চিত করা যায়নি তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সম্পাদনা : সাকিবুল আলম